Dhaka বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আবারো হাসপাতালে ভর্তি ক্যান্সারে আক্রান্ত দীপিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৯১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এপ্রিল মাসে তার যকৃতে ক্যানসার ধরা পড়ে। তখন থেকে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। কয়েক মাস আগে অস্ত্রোপচারও হয়, ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। কিন্তু সম্প্রতি আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিতে হয়।

জটিল রোগে আক্রান্ত হয়েও কাজ থেকে সরে আসেননি দীপিকা। মাঝে শুটিংয়ে ফিরেছিলেন তিনি। সংসারের কাজেও ব্যস্ত সময় পার করছেন। তবে থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীর সায় দিচ্ছে না। এরইমধ্যে অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিমর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় হাসপাতালে ভর্তি দীপিকা। ভিডিওটি দেখে অনুরাগীদের কপালে চিন্তার ভাজ।

জানা গেছে, প্রতি দুই মাস অন্তর দীপিকাকে হাসপাতালে ভর্তি হতে হয় শরীরে রক্ত নেওয়ার জন্য। সেই সময় রক্ত পরীক্ষাও করা হয়। ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ভিডিও দীপিকাকে বেশ উদ্বিগ্ন দেখা গেছে। অনেকেই ধারণা করছেন নিজের শরীরিক অবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নন তিনি।

দীপিকা শরীরে ক্যানসার সনাক্ত হওয়ার আগে পেটের ব্যথার কারণে নিয়মিত অসুস্থ হয়ে থাকতেন তিনি। গত মে মাসে জানা যায় তিনি লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অভিনেত্রীর স্বামী শোয়েব সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় অশ্রুসিক্ত চোখে স্ত্রীর অসুস্থতার খবর জানিয়েছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব : নাহিদ ইসলাম

আবারো হাসপাতালে ভর্তি ক্যান্সারে আক্রান্ত দীপিকা

প্রকাশের সময় : ০২:৪৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক : 

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এপ্রিল মাসে তার যকৃতে ক্যানসার ধরা পড়ে। তখন থেকে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। কয়েক মাস আগে অস্ত্রোপচারও হয়, ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। কিন্তু সম্প্রতি আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিতে হয়।

জটিল রোগে আক্রান্ত হয়েও কাজ থেকে সরে আসেননি দীপিকা। মাঝে শুটিংয়ে ফিরেছিলেন তিনি। সংসারের কাজেও ব্যস্ত সময় পার করছেন। তবে থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীর সায় দিচ্ছে না। এরইমধ্যে অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিমর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় হাসপাতালে ভর্তি দীপিকা। ভিডিওটি দেখে অনুরাগীদের কপালে চিন্তার ভাজ।

জানা গেছে, প্রতি দুই মাস অন্তর দীপিকাকে হাসপাতালে ভর্তি হতে হয় শরীরে রক্ত নেওয়ার জন্য। সেই সময় রক্ত পরীক্ষাও করা হয়। ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ভিডিও দীপিকাকে বেশ উদ্বিগ্ন দেখা গেছে। অনেকেই ধারণা করছেন নিজের শরীরিক অবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নন তিনি।

দীপিকা শরীরে ক্যানসার সনাক্ত হওয়ার আগে পেটের ব্যথার কারণে নিয়মিত অসুস্থ হয়ে থাকতেন তিনি। গত মে মাসে জানা যায় তিনি লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অভিনেত্রীর স্বামী শোয়েব সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় অশ্রুসিক্ত চোখে স্ত্রীর অসুস্থতার খবর জানিয়েছিলেন।