নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল এককভাবে অংশ নেবে।
বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। গাজী সালাউদ্দিন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় একাধিক স্প্লিন্টারের আঘাতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত ২৬ অক্টোবর মারা যান তিনি।
৩০০ আসনেই এনসিপির প্রার্থী দেয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি বলেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।
এনসিপি আহ্বায়ক বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী নাও দিতে পারে। বিএনপির চেয়ারপারসনসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী ডামাডোলের এই সময়েও আহত জুলাই যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের। শুধু প্রাথমিক চিকিৎসা নয়, দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। তবেই তাদের প্রকৃত মূল্যায়ন হবে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন বাজি রেখেছেন, তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি 






















