Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৯০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলতি মাসেই ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন এ সিরিজের জন্য মঙ্গলবার (৪ নভেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন শান্ত। মূলত ওয়ানডে অধিনায়কত্ব হারানো শান্ত শুধুমাত্র টেস্ট অধিনায়ক হিসেবে থাকতে চাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। কদিন আগে আবারও শান্তকে টেস্ট অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

জানা যায়, শান্তকে বুঝিয়ে টেস্ট অধিনায়কের দায়িত্ব চালিয়ে নিতে রাজি করানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন পেসার ইবাদত হোসেন চৌধুরী। দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়ও। সর্বশেষ সিরিজ থেকে বাদ পরেছেন মাহিদুল ইসলাম অঙ্কন, এনামুল হক বিজয় ও নাঈম হাসান।

সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল। দুই দিন পর, অর্থাৎ ৮ নভেম্বর থেকে তারা অনুশীলন শুরু করবে। এরপর ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ।

সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থেকে, ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজটি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের জন্য বিশেষ এক মাইলফলক হতে যাচ্ছে। ইনজুরি এড়িয়ে দুটি ম্যাচই খেলতে পারলে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করবেন।

টেস্ট সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, স্থান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি আনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইদ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।

আবহাওয়া

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশের সময় : ০৯:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

চলতি মাসেই ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন এ সিরিজের জন্য মঙ্গলবার (৪ নভেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন শান্ত। মূলত ওয়ানডে অধিনায়কত্ব হারানো শান্ত শুধুমাত্র টেস্ট অধিনায়ক হিসেবে থাকতে চাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। কদিন আগে আবারও শান্তকে টেস্ট অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

জানা যায়, শান্তকে বুঝিয়ে টেস্ট অধিনায়কের দায়িত্ব চালিয়ে নিতে রাজি করানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন পেসার ইবাদত হোসেন চৌধুরী। দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়ও। সর্বশেষ সিরিজ থেকে বাদ পরেছেন মাহিদুল ইসলাম অঙ্কন, এনামুল হক বিজয় ও নাঈম হাসান।

সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল। দুই দিন পর, অর্থাৎ ৮ নভেম্বর থেকে তারা অনুশীলন শুরু করবে। এরপর ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ।

সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থেকে, ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজটি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের জন্য বিশেষ এক মাইলফলক হতে যাচ্ছে। ইনজুরি এড়িয়ে দুটি ম্যাচই খেলতে পারলে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করবেন।

টেস্ট সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, স্থান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি আনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইদ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।