নিজস্ব প্রতিবেদক :
সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এতে সব বিচারপতি অংশ নেন।
সভায় দুই শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সভাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলকোর্ট সভায় পদোন্নতি ছাড়াও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। পদোন্নতি পাওয়া বিচারকদের তালিকা অনুমোদনের জন্য দ্রুতই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এছাড়া, আলোচিত রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন এবং সেই জেলা জজ কামরুন্নাহার বিচারিক ক্ষমতা ফিরে পাবেন কি না— এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০টির অধিক অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়। তবে, সময় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ফুলকোর্ট সভায়। সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 





















