Dhaka মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীর দৌলতদিয়ায় পোড়াদহ থেকে ছেড়ে যাওয়া শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে ২ ঘন্টা দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।

সোমবার (৩ অক্টোবর) ভোরের দিকে গোয়ালন্দের দৌলতদিয়ায় ঘাটে শাটল ট্রেনটি স্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষ বলছে, দ্রুত রেল লাইন সচল করতে কাজ চলছে। শাটল ট্রেনের লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি উদ্ধারে একটি রিলিফ ক্রেন পাঠানো হয়েছে।

গোয়ালন্দ স্টেশনে আসা যাত্রী মোতালেব হোসেন বলেন, কুষ্টিয়ায় ডাক্তারের কাছে যাব। স্টেশনে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে বসে আছি। একটু আগে শুনলাম ট্রেনের ইঞ্জিনে সমস্যা হয়েছে কিভাবে যে এখন কুষ্টিয়া যাব ভেবে পাচ্ছিনা।

কালুখালী মুখী শাটল ট্রেনের যাত্রী কলেজের শিক্ষিকা ইমন বলেন, কলেজের যাওয়ার জন্য শাটল ট্রেনের টিকেট কেটেছি। হঠাৎ জানতে পারলাম ট্রেনটির ইঞ্জিনের চাকায় সমস্যা হয়েছে। কলেজে জরুরী কাজ আছে বলেই ট্রেনে যেতে হচ্ছে, এমনটা বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শাটল ট্রেনের টিকেটের দায়িত্বরত কর্মকর্তা (এটিএস) আবুল কালাম আজাদ বলেন, সকাল ৭ টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে ইঞ্জিনের চাকায় সমস্যা হয়। এর ২ ঘন্টা পর রিলিফ ক্রেন দিয়ে বগীগুলোকে রাজবাড়ীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে দৌলতদিয়া ঘাট শাখার স্টেশন মাষ্টার মোসলেম উদ্দিন বলেন, শাটল ট্রেনের ইঞ্জিনের চাকা সকাল ৭ টা ৩ মিনিটে লাইন থেকে পড়ে যায়। সেটা দ্রুত লাইনে তুলতে আমরা চেষ্টা করছি। তবে আমার এখান থেকে ৮টা ৫০ মিনিটে আরেকটি ইঞ্জিন সংযোগ দিয়ে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ২০২৩ সালে দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনের দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। ১১ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করে এ রুট সচল করা হয়। এ ছাড়া একই বছরের ১৪ অক্টোবর নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

প্রকাশের সময় : ১১:৪১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীর দৌলতদিয়ায় পোড়াদহ থেকে ছেড়ে যাওয়া শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে ২ ঘন্টা দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।

সোমবার (৩ অক্টোবর) ভোরের দিকে গোয়ালন্দের দৌলতদিয়ায় ঘাটে শাটল ট্রেনটি স্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষ বলছে, দ্রুত রেল লাইন সচল করতে কাজ চলছে। শাটল ট্রেনের লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি উদ্ধারে একটি রিলিফ ক্রেন পাঠানো হয়েছে।

গোয়ালন্দ স্টেশনে আসা যাত্রী মোতালেব হোসেন বলেন, কুষ্টিয়ায় ডাক্তারের কাছে যাব। স্টেশনে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে বসে আছি। একটু আগে শুনলাম ট্রেনের ইঞ্জিনে সমস্যা হয়েছে কিভাবে যে এখন কুষ্টিয়া যাব ভেবে পাচ্ছিনা।

কালুখালী মুখী শাটল ট্রেনের যাত্রী কলেজের শিক্ষিকা ইমন বলেন, কলেজের যাওয়ার জন্য শাটল ট্রেনের টিকেট কেটেছি। হঠাৎ জানতে পারলাম ট্রেনটির ইঞ্জিনের চাকায় সমস্যা হয়েছে। কলেজে জরুরী কাজ আছে বলেই ট্রেনে যেতে হচ্ছে, এমনটা বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শাটল ট্রেনের টিকেটের দায়িত্বরত কর্মকর্তা (এটিএস) আবুল কালাম আজাদ বলেন, সকাল ৭ টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে ইঞ্জিনের চাকায় সমস্যা হয়। এর ২ ঘন্টা পর রিলিফ ক্রেন দিয়ে বগীগুলোকে রাজবাড়ীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে দৌলতদিয়া ঘাট শাখার স্টেশন মাষ্টার মোসলেম উদ্দিন বলেন, শাটল ট্রেনের ইঞ্জিনের চাকা সকাল ৭ টা ৩ মিনিটে লাইন থেকে পড়ে যায়। সেটা দ্রুত লাইনে তুলতে আমরা চেষ্টা করছি। তবে আমার এখান থেকে ৮টা ৫০ মিনিটে আরেকটি ইঞ্জিন সংযোগ দিয়ে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ২০২৩ সালে দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনের দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। ১১ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করে এ রুট সচল করা হয়। এ ছাড়া একই বছরের ১৪ অক্টোবর নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।