Dhaka বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুর চারদিন পর পদ ফিরে পেলেন বিএনপি নেতা

ঝালকাঠি জেলা প্রতিনিধি : 

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার চারদিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার চিঠি এলাকায় এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা চিঠিতে উল্লেখ করা হয়, নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে। চিঠিত, গত ২৪ অক্টোবরের তারিখ ছিল।

নাসিম আকন গত ২৫ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান।

তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি প্রসঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, একজন ত্যাগী নেতাকে নিয়ে দল তামাশা করল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সব পদে পুনর্বহাল করা হলো।

রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার জানান, কবরে বসে দলের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে এখন নাসিম উদ্দিন আকনের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি কখনোই চাঁদাবাজি করেননি বা প্রশ্রয় দেননি। মিথ্যা ও ষড়যন্ত্র মূলকভাবে তার সঙ্গে যা করা হচ্ছে, এসব এখন শুধুই কষ্ট বাড়িয়ে দেয়। আল্লাহ তাকে জান্নাত দান করুন।

গত ২৫ জানুয়ারি বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

দলের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছিলো তখন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মৃত্যুর চারদিন পর পদ ফিরে পেলেন বিএনপি নেতা

প্রকাশের সময় : ১২:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ঝালকাঠি জেলা প্রতিনিধি : 

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার চারদিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার চিঠি এলাকায় এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা চিঠিতে উল্লেখ করা হয়, নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে। চিঠিত, গত ২৪ অক্টোবরের তারিখ ছিল।

নাসিম আকন গত ২৫ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান।

তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি প্রসঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, একজন ত্যাগী নেতাকে নিয়ে দল তামাশা করল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সব পদে পুনর্বহাল করা হলো।

রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার জানান, কবরে বসে দলের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে এখন নাসিম উদ্দিন আকনের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি কখনোই চাঁদাবাজি করেননি বা প্রশ্রয় দেননি। মিথ্যা ও ষড়যন্ত্র মূলকভাবে তার সঙ্গে যা করা হচ্ছে, এসব এখন শুধুই কষ্ট বাড়িয়ে দেয়। আল্লাহ তাকে জান্নাত দান করুন।

গত ২৫ জানুয়ারি বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

দলের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছিলো তখন।