Dhaka সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝটিকা মিছিল করায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ অক্টোবর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগ।

মিডিয়া বিভাগ জানিয়েছে, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী। তারা নগরীতে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। তারা ঢাকার বাইরে থেকে এসে অবস্থান করে এসব মিছিলে অংশ নেয়। সকাল ও বিকেলে আবার কখনো রাতে নগরীর বিভিন্ন ব্যস্ততম রাস্তায় হঠাৎ মিছিল বের করে। এরপর দৌড়ে দৌড়ে মিছিল করে পালিয়ে যায়।

সম্প্রতি মতিঝিল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ১৩৪ জন আওয়ামী লীগের কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে মতিঝিলে মিছিল করার সময় দুজনকে ধরে গণধোলাই দেয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন দিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার : সারজিস আলম

ঝটিকা মিছিল করায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের সময় : ১২:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ অক্টোবর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগ।

মিডিয়া বিভাগ জানিয়েছে, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী। তারা নগরীতে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। তারা ঢাকার বাইরে থেকে এসে অবস্থান করে এসব মিছিলে অংশ নেয়। সকাল ও বিকেলে আবার কখনো রাতে নগরীর বিভিন্ন ব্যস্ততম রাস্তায় হঠাৎ মিছিল বের করে। এরপর দৌড়ে দৌড়ে মিছিল করে পালিয়ে যায়।

সম্প্রতি মতিঝিল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ১৩৪ জন আওয়ামী লীগের কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে মতিঝিলে মিছিল করার সময় দুজনকে ধরে গণধোলাই দেয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।