Dhaka রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপে ট্রেনের ভাড়া আকাশছোঁয়া, বিমানেই খরচ কম

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউরোপে ট্রেনে ভ্রমণ এখন বিমানের চেয়েও ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে ব্যাপকভাবে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব পড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা থেকে লন্ডন যেতে বিমানের টিকিট যেখানে প্রায় ১৫ ইউরো, সেখানে একই পথে ট্রেনের টিকিটের দাম ৩৮৯ ইউরো। অর্থাৎ ২৫ গুণ বেশি। অথচ ট্রেনে ভ্রমণে কার্বন নিঃসরণ হয় মাত্র ৮ কেজি। আর বিমানে হয় ২৮০ কেজি।

গ্রিনপিসের এক সমীক্ষায় দেখা গেছে, ইউরোপের ১০৯টি সীমান্তপারের রুটের মধ্যে মাত্র ৩৯ শতাংশ রুটে ট্রেন সাশ্রয়ী। ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যে ৯০ শতাংশ রুটেই ট্রেন বিমানের চেয়ে ব্যয়বহুল।

বিশেষজ্ঞদের মতে, বিমানের জ্বালানিতে কর না থাকা এবং ভ্যাট অব্যাহতি থাকায় বিমান ভ্রমণ তুলনামূলক সস্তা। অন্যদিকে ট্রেনখাতে বিনিয়োগের অভাব, জটিল টিকিট ব্যবস্থা ও দেরির কারণে যাত্রীরা বিমানের দিকেই ঝুঁকছেন।

এদিকে ইইউ শিগগির একক টিকিট ব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে। এতে যাত্রীরা এক ক্লিকেই সস্তা রুট বুক করতে পারেন। তবে পরিবেশবাদীরা বলছেন, বিমানের কর সুবিধা না কমালে রেল পরিবহন প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে।

গবেষকরা আরও বলছেন, বিমানের প্রকৃত সামাজিক ও পরিবেশগত খরচ বিবেচনা করলে এর ভাড়া পাঁচগুণ বেড়ে যেত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু

ইউরোপে ট্রেনের ভাড়া আকাশছোঁয়া, বিমানেই খরচ কম

প্রকাশের সময় : ১২:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউরোপে ট্রেনে ভ্রমণ এখন বিমানের চেয়েও ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে ব্যাপকভাবে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব পড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা থেকে লন্ডন যেতে বিমানের টিকিট যেখানে প্রায় ১৫ ইউরো, সেখানে একই পথে ট্রেনের টিকিটের দাম ৩৮৯ ইউরো। অর্থাৎ ২৫ গুণ বেশি। অথচ ট্রেনে ভ্রমণে কার্বন নিঃসরণ হয় মাত্র ৮ কেজি। আর বিমানে হয় ২৮০ কেজি।

গ্রিনপিসের এক সমীক্ষায় দেখা গেছে, ইউরোপের ১০৯টি সীমান্তপারের রুটের মধ্যে মাত্র ৩৯ শতাংশ রুটে ট্রেন সাশ্রয়ী। ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যে ৯০ শতাংশ রুটেই ট্রেন বিমানের চেয়ে ব্যয়বহুল।

বিশেষজ্ঞদের মতে, বিমানের জ্বালানিতে কর না থাকা এবং ভ্যাট অব্যাহতি থাকায় বিমান ভ্রমণ তুলনামূলক সস্তা। অন্যদিকে ট্রেনখাতে বিনিয়োগের অভাব, জটিল টিকিট ব্যবস্থা ও দেরির কারণে যাত্রীরা বিমানের দিকেই ঝুঁকছেন।

এদিকে ইইউ শিগগির একক টিকিট ব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে। এতে যাত্রীরা এক ক্লিকেই সস্তা রুট বুক করতে পারেন। তবে পরিবেশবাদীরা বলছেন, বিমানের কর সুবিধা না কমালে রেল পরিবহন প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে।

গবেষকরা আরও বলছেন, বিমানের প্রকৃত সামাজিক ও পরিবেশগত খরচ বিবেচনা করলে এর ভাড়া পাঁচগুণ বেড়ে যেত।