Dhaka রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন বগি ফেলেই ২ কিলোমিটার ছুটল ট্রেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এরপর বগিটি রেখে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার চলে যায়।

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। বগিটি বিচ্ছিন্ন হওয়ার পরও ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়, যার ফলে সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি রৌহা ও কালীবাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বগির সংযোগের হুক ভেঙে যায়। এতে পেছনের ‘ক’ নম্বর বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি বলেন, ট্রেনের চালক প্রায় দুই কিলোমিটার এগিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পারেন। এরপর দ্রুত ট্রেনটিকে ‘পুশব্যাক’ করে রেখে যাওয়া বগির কাছে ফিরিয়ে আনা হয়। সেখানে হুকটি মেরামত করে বগিটি পুনরায় জোড়া লাগানো হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় প্রায় ৩০ মিনিটের জন্য ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। রাত ১০টার কিছু পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন বগি ফেলেই ২ কিলোমিটার ছুটল ট্রেন

প্রকাশের সময় : ১২:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এরপর বগিটি রেখে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার চলে যায়।

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। বগিটি বিচ্ছিন্ন হওয়ার পরও ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়, যার ফলে সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি রৌহা ও কালীবাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বগির সংযোগের হুক ভেঙে যায়। এতে পেছনের ‘ক’ নম্বর বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি বলেন, ট্রেনের চালক প্রায় দুই কিলোমিটার এগিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পারেন। এরপর দ্রুত ট্রেনটিকে ‘পুশব্যাক’ করে রেখে যাওয়া বগির কাছে ফিরিয়ে আনা হয়। সেখানে হুকটি মেরামত করে বগিটি পুনরায় জোড়া লাগানো হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় প্রায় ৩০ মিনিটের জন্য ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। রাত ১০টার কিছু পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।