পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার সদরে মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থী তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আতাইকুলা থানার ধর্মগ্রামের ভ্যানচালক আকরাম আলী (৫৬), স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার শামসুল মোল্লার মেয়ে তাসনিয়া (১৩) ও পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে নুর মোহাম্মদ তোহা (১৩)। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে নিহত দুজনসহ কয়েকজন স্কুল শিক্ষার্থী নিয়ে গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল অটোভ্যানটি। এদিকে বাঁশবোঝাই একটি ট্রাক পাবনার দিকে আসছিল। পথিমধ্যে ট্রাকটি ওই স্থানে পৌঁছালে আরেকটি অটোরিকশা সামনে এলে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই স্কুল শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন। আরও দুজনকে আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানের ড্রাইভারসহ তিনজন নিহত ও দুজন চায়ের দোকানে থাকা ব্যক্তি আহত হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশগুলো পরিবারে কাছে হন্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় আহত তাঁত শ্রমিক বাবলু আপরজন স্কুল শিক্ষার্থী তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই স্থানটিতে মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটছে। আগে সড়কে গতিরোধক দেওয়া ছিল সেটি উঠিয়ে দেওয়ার কারণে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে তাই, তাই দ্রুত সড়কে গতিরোধক দেওয়ার দাবি করেন তারা।
পাবনা জেলা প্রতিনিধি 






















