Dhaka বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাগর ঢাকায় গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ভোরে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনে অংশ নিয়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাগরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জে আন্দোলন চলাকালে তিনজনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে তাকে অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়।

ছাত্রলীগের পদ ছাড়াও সাজ্জাত হোসেন সাগর মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুন্সীগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাগর ঢাকায় গ্রেফতার

প্রকাশের সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ভোরে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনে অংশ নিয়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাগরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জে আন্দোলন চলাকালে তিনজনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে তাকে অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়।

ছাত্রলীগের পদ ছাড়াও সাজ্জাত হোসেন সাগর মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।