সিলেট জেলা প্রতিনিধি :
সিলেট মহানগর এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার জন্য নতুন করে পার্কিং নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জারিকৃত বিজ্ঞপ্তির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরীর রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজ পর্যন্ত এলাকায় যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দুই লেনের সড়কে কোনো ধরনের পার্কিং করা যাবে না। এ ছাড়া, নির্ধারিত পার্কিং স্থানে সিঙ্গেল লাইনে অনুমোদিত সংখ্যক যানবাহন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ২৭(১) ধারা অনুযায়ী ফুটপাত ও সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক এ আদেশ জারি করা হয়েছে।