বিনোদন ডেস্ক :
বলিউড তারকা পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী রাজনীতিক রাঘব চাড্ডার ঘরে এল নতুন অতিথি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন পরিণীতি। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসবের পর সারা রাত স্ত্রীর পাশে ছিলেন রাঘব চাড্ডা।
নতুন অতিথি আগমনের এই সুখবর ভক্তদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন উচ্ছ্বসিত বাবা রাঘব চাড্ডা। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করার গুঞ্জন চলছিল; অবশেষে অপেক্ষার অবসান হলো।
আনন্দের এ খবর জানিয়ে ইনস্টাগ্রামে যৌথভাবে একটি পোস্ট দিয়েছেন পরিণীতি-রাঘব চাড্ডা। তাতে বলা হয়েছে “অবশেষে সে এখানে এসেছে! আমাদের শিশু পুত্র…এবং আমরা আক্ষরিক অর্থেই আগের জীবন মনে করতে পারছি না! কোল পূর্ণ, আমাদের হৃদয় আরো পূর্ণ। প্রথমে আমরা একে অপরের সঙ্গে ছিলাম, এখন আমাদের সবকিছু আছেৃ। কৃতজ্ঞতার সঙ্গে পরিণীতি এবং রাঘব।”
এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন এই দম্পতিকে। পরিণীতির সহকর্মীদের মধ্যে রয়েছেন—মণীষ মালহোত্রা, নয়নদ্বীপ রক্ষ্মীত, অনন্যা পান্ডে, আয়ুষ্মান খুরানা, সনি রাজদান, বিশাল ভরদ্বাজ প্রমুখ।
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর প্রেমিক রাঘব চাড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। এর কয়েক মাস পরই গুঞ্জন চাউর হয়, মা হতে যাচ্ছেন পরিণীতি চোপড়া। যদিও তা গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল।
সর্বশেষ গুঞ্জনই সত্যি হয়। গত ২৫ আগস্ট মা হতে যাওয়ার ঘোষণা দেন পরিণীতি চোপড়া। ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন পরিণীতি-রাঘব। ছবিটিতে দেখা যায়, ছোট্ট দুটো পায়ের চিহ্ন এবং ১+১=৩ লেখা। এই পোস্টের ক্যাপশনে পরিণীতি চোপড়া লেখেন, “আমাদের ছোট্ট পৃথিবীৃ তার নিজস্ব পথে এগোচ্ছে। আমরা অপরিসীম আশীর্বাদে ধন্য।”
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর গোধূলি লগ্নে পাঞ্জাবি রীতি মেনে উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পরিণীতি-রাঘব চাড্ডা। পরিণীতির বর আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। স্বাভাবিক কারণে এ যুগলের বিয়ের অনুষ্ঠান নিয়ে দীর্ঘদিন চর্চা হয়েছে।
পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চমকিলা’। গত বছরের ৮ এপ্রিল মুক্তি পায় এটি। ১৯৮৯ সালে একটি কয়লা খনিতে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনা নিয়ে এ সিনেমার কাহিনি। খনিতে আটকে পড়া ৭১ জন শ্রমিকের প্রাণ বাঁচিয়ে ইঞ্জিনিয়ার যশবন্ত গিল যে সাহসিকতার নজির গড়েছিলেন, সে ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমাটির গল্প।
নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ শেষ করেছেন পরিণীতি চোপড়া। তাছাড়া ওটিটি প্ল্যাটফর্ম নেটপ্লিক্সের একটি সিরিজের কাজও শেষ করেছেন এই অভিনেত্রী।