Dhaka রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৬১৯

নিজস্ব প্রতিবেদক : 

একদিন বিরতি দিয়ে ডেঙ্গুতে ফের প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় সারাদেশে রোগটিতে মারা গেছেন আরও একজন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬১৯ জন। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৪৪ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গেল ৫৮ হাজার ৮৯৯ জন।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি বরিশাল বিভাগের বাসিন্দা।

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে একজন রোগী রয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২৯ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৬৩ জন। এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) ছিল ডেঙ্গুর মৃত্যুহীন দিন। এদিন রোগটিতে সারাদেশে কারও প্রাণহানি হয়নি। তবে আক্রান্ত হয়েছিলেন ৫১০ জন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে সরকার

ডেঙ্গুতে একদিনে আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৬১৯

প্রকাশের সময় : ০৭:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

একদিন বিরতি দিয়ে ডেঙ্গুতে ফের প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় সারাদেশে রোগটিতে মারা গেছেন আরও একজন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬১৯ জন। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৪৪ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গেল ৫৮ হাজার ৮৯৯ জন।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি বরিশাল বিভাগের বাসিন্দা।

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে একজন রোগী রয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২৯ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৬৩ জন। এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) ছিল ডেঙ্গুর মৃত্যুহীন দিন। এদিন রোগটিতে সারাদেশে কারও প্রাণহানি হয়নি। তবে আক্রান্ত হয়েছিলেন ৫১০ জন।