নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাতিরঝিল লেক থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ প্লাজার পাশে হাতিরঝিল লেক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া প্রকৌশলীর নাম এ.জে.এম. লুতফে রব্বানী। তিনি ধানমন্ডি পশ্চিমের ১২৭, গ্রীন রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি গুলশান-১ এর ১৩৬ নম্বর রোডের ১১/বি নম্বর বাসায় থাকতেন।
পুলিশের ধারণা, নিহত প্রকৌশলী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল— আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিও। তার পরিবার জানিয়েছে, তিনি পারকিনসন ও ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল লেক থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরবর্তীতে গুলশান থানায় যোগাযোগ করে জানা যায়, নিহত ব্যক্তিকে নিয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।
তিনি বলেন, নিহত এ.জে.এম. লুতফে রব্বানী বুয়েট থেকে পাশ করা একজন প্রকৌশলী ছিলেন। বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন। একমাত্র মেয়েকে নিয়ে তিনি গুলশান-১ নম্বর এলাকায় নিজ বাসায় থাকতেন। গত ১৫ অক্টোবর রাতে একটি চিরকুট লিখে বাসা থেকে বের হয়ে যান। পরিবারের পক্ষ থেকে ১৬ অক্টোবর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।