Dhaka শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

এয়োদশ সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ১০৮ আট আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দ্বিতীয় পর্যায়ের তালিকা প্রকাশ হবে আাগামী মাসে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তোপখানা রোডে ফারইস্ট টাওয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই তালিকা ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় এসময় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান।

প্রথম পর্যায়ের তালিকা পার্টির শীর্ষ নেতাদের মধ্যে আছেন-ফেনী-৪ আসনে মজিবুর রহমান মঞ্জু, বরিশাল-৩ আসনে আসাদুজ্জামান ফুয়াদ, পটুয়াখালী-১ আসনে আব্দুল ওহাব মিনার, ঢাকা-২০ আসনে হেলাল উদ্দিন আহাম্মদ, চট্টগ্রাম-৫ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৮ আসনে গোলাম ফারুক, ঢাকা-১০ আসনে নাসরীন সুলতানা মিলি, ঢাকা-১৭ ফারাহ নাছ সাত্তার প্রমূখ রয়েছেন।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আজকে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করা হল। এই ঘোষণার পর নির্বাচনের আনুষ্ঠানিক কার্য্ক্রম শুরু হচ্ছে। আমরা একককভাবে নির্বাচন করলে আরও একটি চূড়ান্ত তালিকা আমরা করব। এটা প্রাথমিক তালিকার মনোনীতদের কার্য্ক্রম দেখার জন্য একটি কমিটি করা হবেৃ। তারা দেখবেন কিভাবে প্রার্থীরা কাজ করছেন, জনগণের কাছে যাচ্ছেন।

তিনি বলেন, একসময় আমরা ভাবতাম, আমরা আমরাই থাকব না, আমাদের সঙ্গে নতুন ভাই-বোনরা যুক্ত হবেন। আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে আনন্দের সাথে বলছি, যেদিন আমার এক‘শ প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত জানিয়ে সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি। তার পর থেকে এই পর্যন্ত কয়ে‘শ টেলিফোন পেয়েছি ভাই, প্রার্থী তালিকা করে ফেললেন, আমরা তো চাই, আপনাদের দলের মাধ্যমে নির্বাচন করার জন্য।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা তাদেরকে বলেছি, না, আমরা যে প্রার্থী তালিকা করেছি এটা প্রাথমিক। আমাদের তো আরও ২০০ আসনের প্রার্থী তালিকার চূড়ান্ত করার পথ খোলা আছে। সুতরাং এটা আমাদের জন্য আনন্দের যে সময়ে এবি পার্টি করাকে পাবলিকলি স্বীকার করতে চাইত না, এবি পার্টি একটি দল এই দলের হয়ে নিজেকে পরিচয় দেয়ার সাহস করতো না আজকে প্রতিদিন আমাদের দলে লোকজন যুক্ত হচ্ছে, প্রতিদিনই আমরা নানাভাবে সমৃদ্ধ হচ্ছি।

এবি পার্টি আগামী নির্বাচনে কোনো জোটে যাবে কি না- এ প্রসঙ্গে মঞ্জু বলেন, দলগতভাবে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে এবি পার্টি। পাশাপাশি একটি মধ্যপন্থি জোট গঠনের প্রয়াসও চলমান থাকবে। শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, জুলাইয়ের ঐক্য ও অঙ্গীকার রক্ষায় নতুন রাজনৈতিক জোট গড়ে তোলা হবে।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু কেউ কেউ এটাকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের সরকার বলে হেয় করার চেষ্টা করে। মুসলিম লীগ ও আওয়ামী লীগ দুটি দেশের স্বাধীনতার নেতৃত্ব দিলেও রাজনৈতিক ভুলের কারণে ইতিহাসের ভিলেন হিসেবে চিহ্নিত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) অ্যাডভোকেট আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন প্রমুখ।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ২০২০ সালের ২ মে আত্মপ্রকাশ করে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি যাত্রা শুরু করে। ২০২৪ সালে এবি পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি

প্রকাশের সময় : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

এয়োদশ সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ১০৮ আট আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দ্বিতীয় পর্যায়ের তালিকা প্রকাশ হবে আাগামী মাসে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তোপখানা রোডে ফারইস্ট টাওয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই তালিকা ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় এসময় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান।

প্রথম পর্যায়ের তালিকা পার্টির শীর্ষ নেতাদের মধ্যে আছেন-ফেনী-৪ আসনে মজিবুর রহমান মঞ্জু, বরিশাল-৩ আসনে আসাদুজ্জামান ফুয়াদ, পটুয়াখালী-১ আসনে আব্দুল ওহাব মিনার, ঢাকা-২০ আসনে হেলাল উদ্দিন আহাম্মদ, চট্টগ্রাম-৫ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৮ আসনে গোলাম ফারুক, ঢাকা-১০ আসনে নাসরীন সুলতানা মিলি, ঢাকা-১৭ ফারাহ নাছ সাত্তার প্রমূখ রয়েছেন।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আজকে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করা হল। এই ঘোষণার পর নির্বাচনের আনুষ্ঠানিক কার্য্ক্রম শুরু হচ্ছে। আমরা একককভাবে নির্বাচন করলে আরও একটি চূড়ান্ত তালিকা আমরা করব। এটা প্রাথমিক তালিকার মনোনীতদের কার্য্ক্রম দেখার জন্য একটি কমিটি করা হবেৃ। তারা দেখবেন কিভাবে প্রার্থীরা কাজ করছেন, জনগণের কাছে যাচ্ছেন।

তিনি বলেন, একসময় আমরা ভাবতাম, আমরা আমরাই থাকব না, আমাদের সঙ্গে নতুন ভাই-বোনরা যুক্ত হবেন। আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে আনন্দের সাথে বলছি, যেদিন আমার এক‘শ প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত জানিয়ে সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি। তার পর থেকে এই পর্যন্ত কয়ে‘শ টেলিফোন পেয়েছি ভাই, প্রার্থী তালিকা করে ফেললেন, আমরা তো চাই, আপনাদের দলের মাধ্যমে নির্বাচন করার জন্য।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা তাদেরকে বলেছি, না, আমরা যে প্রার্থী তালিকা করেছি এটা প্রাথমিক। আমাদের তো আরও ২০০ আসনের প্রার্থী তালিকার চূড়ান্ত করার পথ খোলা আছে। সুতরাং এটা আমাদের জন্য আনন্দের যে সময়ে এবি পার্টি করাকে পাবলিকলি স্বীকার করতে চাইত না, এবি পার্টি একটি দল এই দলের হয়ে নিজেকে পরিচয় দেয়ার সাহস করতো না আজকে প্রতিদিন আমাদের দলে লোকজন যুক্ত হচ্ছে, প্রতিদিনই আমরা নানাভাবে সমৃদ্ধ হচ্ছি।

এবি পার্টি আগামী নির্বাচনে কোনো জোটে যাবে কি না- এ প্রসঙ্গে মঞ্জু বলেন, দলগতভাবে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে এবি পার্টি। পাশাপাশি একটি মধ্যপন্থি জোট গঠনের প্রয়াসও চলমান থাকবে। শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, জুলাইয়ের ঐক্য ও অঙ্গীকার রক্ষায় নতুন রাজনৈতিক জোট গড়ে তোলা হবে।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু কেউ কেউ এটাকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের সরকার বলে হেয় করার চেষ্টা করে। মুসলিম লীগ ও আওয়ামী লীগ দুটি দেশের স্বাধীনতার নেতৃত্ব দিলেও রাজনৈতিক ভুলের কারণে ইতিহাসের ভিলেন হিসেবে চিহ্নিত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) অ্যাডভোকেট আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন প্রমুখ।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ২০২০ সালের ২ মে আত্মপ্রকাশ করে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি যাত্রা শুরু করে। ২০২৪ সালে এবি পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।