Dhaka শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আমানত বিমানবন্দরে সিগারেট ও মোবাইল ফোন জব্দ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা এক ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সালাম এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ওই বিমানের দুই যাত্রী রাউজানের দিলিপ দাশ এবং ফটিকছড়ির মোহাম্মদ সেলিমের ব্যাগেজ তল্লাশি করেন।

তল্লাশিতে তাদের কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৭৬ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা। মোট জব্দ করা পণ্যের মূল্য দাঁড়ায় ২৩ লাখ ১৬ হাজার টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা পণ্যের বিপরীতে ১৯ লাখ ৫৬ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়েছে। বিদেশফেরত যাত্রীরা অনেক সময় শুল্ক ফাঁকি দিয়ে উচ্চমূল্যের পণ্য আনার চেষ্টা করেন। এ বিষয়ে বিমানবন্দর কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহ আমানত বিমানবন্দরে সিগারেট ও মোবাইল ফোন জব্দ

প্রকাশের সময় : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা এক ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সালাম এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ওই বিমানের দুই যাত্রী রাউজানের দিলিপ দাশ এবং ফটিকছড়ির মোহাম্মদ সেলিমের ব্যাগেজ তল্লাশি করেন।

তল্লাশিতে তাদের কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৭৬ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা। মোট জব্দ করা পণ্যের মূল্য দাঁড়ায় ২৩ লাখ ১৬ হাজার টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা পণ্যের বিপরীতে ১৯ লাখ ৫৬ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়েছে। বিদেশফেরত যাত্রীরা অনেক সময় শুল্ক ফাঁকি দিয়ে উচ্চমূল্যের পণ্য আনার চেষ্টা করেন। এ বিষয়ে বিমানবন্দর কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।