Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইকোপার্কের রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর কদমতলী ইকোপার্কে রোলার কোস্টার থেকে পড়ে রাব্বী (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাব্বি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান।

নিহত রাব্বি মুন্সীগঞ্জের জেলার সিরাজদীখান উপজেলার ইমামগঞ্জ গ্রামের মো. জনু মিয়ার ছেলে। সে গেণ্ডারিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

তার ভগ্নিপতি সুমন ইসলাম জানান, তার মামা সাইফ, ভাগিনা রাব্বিসহ ওই এলাকার পাঁচ-ছয়জন মিলে ইকোপার্কে বেড়াতে গিয়েছিল। সেখানে পার্কের চড়কি চড়ার সময়ে রাব্বি নিচে পড়ে যায়। সেখান থেকে অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি

ইকোপার্কের রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২

রাজধানীর কদমতলী ইকোপার্কে রোলার কোস্টার থেকে পড়ে রাব্বী (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাব্বি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান।

নিহত রাব্বি মুন্সীগঞ্জের জেলার সিরাজদীখান উপজেলার ইমামগঞ্জ গ্রামের মো. জনু মিয়ার ছেলে। সে গেণ্ডারিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

তার ভগ্নিপতি সুমন ইসলাম জানান, তার মামা সাইফ, ভাগিনা রাব্বিসহ ওই এলাকার পাঁচ-ছয়জন মিলে ইকোপার্কে বেড়াতে গিয়েছিল। সেখানে পার্কের চড়কি চড়ার সময়ে রাব্বি নিচে পড়ে যায়। সেখান থেকে অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।