Dhaka শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

ফাইল ছবি

বৈরী আবহাওয়ায় কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে সকালে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এ নৌরুটে ৮টি ফেরি ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিড বোট চলছিল।

এ ব্যাপারে শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা মো. সোলাইমান বলেন, ঝড়ো আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ করে স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, সকাল পৌনে ১০টার দিকে ঝড়ো বাতাস আর আলোর স্বল্পতার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ রুটে মঙ্গলবার ৮টি ফেরি চলাচল করছিল। সকালে ঘাটে কিছুটা মোটরসাইকেলের চাপ ছিল।

আবহাওয়া

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু তালিকা প্রকাশ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৬:১৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২

বৈরী আবহাওয়ায় কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে সকালে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এ নৌরুটে ৮টি ফেরি ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিড বোট চলছিল।

এ ব্যাপারে শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা মো. সোলাইমান বলেন, ঝড়ো আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ করে স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, সকাল পৌনে ১০টার দিকে ঝড়ো বাতাস আর আলোর স্বল্পতার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ রুটে মঙ্গলবার ৮টি ফেরি চলাচল করছিল। সকালে ঘাটে কিছুটা মোটরসাইকেলের চাপ ছিল।