Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনার কবলে বিজয় দেবারাকোন্ডা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানার বাগদানের গুঞ্জনের মাঝেই বড় দুর্ঘটনার কবলে বিজয়। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তেলেঙ্গানার হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, অভিনেতা বিজয় অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন। তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলায় পৌছালে অভিনেতার গাড়িকে আরেকটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন।

এ ঘটনায় অভিনেতার গাড়িচালক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিজয় ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তবে দ্রুতই নিজের ‘এক্স’ হ্যান্ডলে একটি পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেন এই সুপারস্টার।

পোস্টে বিজয় লেখেন, সব ঠিক আছে। গাড়িটা সামান্য ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। আমি বরং শক্তি বাড়ানোর ওয়ার্কআউট করে এইমাত্র বাড়ি ফিরলাম। মাথাটা একটু ব্যথা করছে, তবে একটা বিরিয়ানি আর ঘুমেই সব ঠিক হয়ে যাবে। তাই আপনাদের সবাইকে বড় একটা আলিঙ্গন আর ভালোবাসা জানাই। খবর দেখে দুশ্চিন্তা করবেন না।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, তবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

এদিকে, রাশমিকার সঙ্গে বিজয়ের বাগদানের গুঞ্জন বর্তমানে ভারতীয় বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও এই জুটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু সাম্প্রতিক একটি ভিডিও সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

সম্প্রতি বিজয় তার ভাই আনন্দ দেবরকোণ্ডা এবং বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীর সঙ্গে পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে অভ্যর্থনার ভিডিওতে ভক্তদের নজর কাড়ে বিজয়ের হাতে থাকা একটি আংটি—যা দেখে নেটিজেনরা এটিকে বাগদানের আংটি বলেই ধারণা করছেন।

বিজয় দেবরাকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরি পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিংডম’। ছবিটি মুক্তি পায় গেল ৩১ জুলাই। অভিনেতা হিসেবে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নুভভিলা’ সিনেমার মাধ্যমে। যেখানে তিনি বিষ্ণু চরিত্রে অভিনয় করেছিলেন। তবে, কেন্দ্রীয় চরিত্রে প্রথম সিনেমা ‘পেল্লি চুপুলু’।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সড়ক দুর্ঘটনার কবলে বিজয় দেবারাকোন্ডা

প্রকাশের সময় : ১২:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক : 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানার বাগদানের গুঞ্জনের মাঝেই বড় দুর্ঘটনার কবলে বিজয়। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তেলেঙ্গানার হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, অভিনেতা বিজয় অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন। তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলায় পৌছালে অভিনেতার গাড়িকে আরেকটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন।

এ ঘটনায় অভিনেতার গাড়িচালক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিজয় ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তবে দ্রুতই নিজের ‘এক্স’ হ্যান্ডলে একটি পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেন এই সুপারস্টার।

পোস্টে বিজয় লেখেন, সব ঠিক আছে। গাড়িটা সামান্য ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। আমি বরং শক্তি বাড়ানোর ওয়ার্কআউট করে এইমাত্র বাড়ি ফিরলাম। মাথাটা একটু ব্যথা করছে, তবে একটা বিরিয়ানি আর ঘুমেই সব ঠিক হয়ে যাবে। তাই আপনাদের সবাইকে বড় একটা আলিঙ্গন আর ভালোবাসা জানাই। খবর দেখে দুশ্চিন্তা করবেন না।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, তবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

এদিকে, রাশমিকার সঙ্গে বিজয়ের বাগদানের গুঞ্জন বর্তমানে ভারতীয় বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও এই জুটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু সাম্প্রতিক একটি ভিডিও সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

সম্প্রতি বিজয় তার ভাই আনন্দ দেবরকোণ্ডা এবং বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীর সঙ্গে পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে অভ্যর্থনার ভিডিওতে ভক্তদের নজর কাড়ে বিজয়ের হাতে থাকা একটি আংটি—যা দেখে নেটিজেনরা এটিকে বাগদানের আংটি বলেই ধারণা করছেন।

বিজয় দেবরাকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরি পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিংডম’। ছবিটি মুক্তি পায় গেল ৩১ জুলাই। অভিনেতা হিসেবে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নুভভিলা’ সিনেমার মাধ্যমে। যেখানে তিনি বিষ্ণু চরিত্রে অভিনয় করেছিলেন। তবে, কেন্দ্রীয় চরিত্রে প্রথম সিনেমা ‘পেল্লি চুপুলু’।