Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

একজন দায়িত্বশীল পুরুষ মানুষ বেশি দামি : তিশা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • ১৮৮ জন দেখেছেন

ফাইল ছবি

একজন সুন্দর পুরুষের থেকে, জীবনে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয়। কারণ এই মানুষটা জানে কীভাবে প্রিয় মানুষটাকে যত্ন করে আগলে রাখতে হয়! কীভাবে অপর পাশের মানুষটাকে সম্মান দিয়ে হয়। অপর পাশের মানুষটা দেখতে যেমনই হোক না কেনো- কালো, খাটো, নাক বোঁচা? এই নিয়ে কখনও চোখে চোখ রেখে প্রশ্ন করবে না অন্তত!’

কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিশা। ২০ এপ্রিল শেয়ার করা পোস্টে তিশা তুলে ধরেছেন নিজের অভিব্যক্তি।

তিশা লিখেছেন, ‘সৌন্দর্য সারা জীবন থাকে না মানুষের! প্রিয় মানুষটার মনটাকে ভালোবাসে সবসময় তার মায়াতে আচ্ছন্ন হয়ে। একটা মেয়ে যখন পরিবার-বন্ধুবান্ধব সব রেখে চলে যায় নতুন এক পরিবেশে। তখন সে ভিতরে ভিতরে খুব একাকিত্ব অনুভব করে কাউকে কিছু বলতে পারে না! ঠিক তখন যদি প্রিয় মানুষটা মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায়, সাপোর্ট দেয়, তখন মনে হয় কষ্ট বলতে কিছু নেই দিন শেষে।’
স্ট্যাটাসে তিশা আরও লেখেন, ‘একটা সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্বশীল পুরুষ মানুষ বেশি দামি। কারণ টাকা আর সৌন্দর্য দিয়ে তো অন্তত পক্ষে সুখ পাওয়া যায় না! আপনি যখন ফুটপাত দিয়ে হেঁটে চলেন মানুষটা আপনাকে বাম দিকে রাখে কোনো জানেন? পিছনের শো শো করে আসা গাড়িগুলো যেন এসে আপনাকে আঘাত না করতে পারে।’

প্রিয় মানুষটা আপনাকে বেশি ভালোবেসে হারানোর ভয় করে উল্লেখ করে নুসরাত ইমরোজ তিশা লেখেন, ‘আপনার সেই প্রিয় মানুষটা জানে সে একটু ভালোবাসলে, আপনি তাকে কয়েকগুণ বেশি ভালোবাসা ফেরত দেবেন। কিছু মানুষ ভালোবাসার কাঙাল হয় তারা বেশি কিছু চায় না। শুধু চায় সে তার মতো করে বুঝুক, জানুক। দুজনের মনমানসিকতা এক রকম হলে আর কী লাগে!’
লম্বা স্ট্যাটাসের শেষে জনপ্রিয় এ অভিনেত্রী লিখেছেন, ‘সবাই সুন্দর মানুষ খুঁজে না সব সময়। কিছু মানুষ তো চায় বৃদ্ধ বয়সে পায়ে পা মিলিয়ে ঘুরতে যাবে ওই দূর পাহাড়ে হেঁটে যাবে এক অজানা পথ ধরে! জানি বৃদ্ধ বয়সে মুখের দিকে তাকিয়ে হেসে বলা যায় আজও ভালোবাসি প্রথম দিনের থেকে বেশি, অনেক বেশি।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না : রিজওয়ানা হাসান

একজন দায়িত্বশীল পুরুষ মানুষ বেশি দামি : তিশা

প্রকাশের সময় : ১১:১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

একজন সুন্দর পুরুষের থেকে, জীবনে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয়। কারণ এই মানুষটা জানে কীভাবে প্রিয় মানুষটাকে যত্ন করে আগলে রাখতে হয়! কীভাবে অপর পাশের মানুষটাকে সম্মান দিয়ে হয়। অপর পাশের মানুষটা দেখতে যেমনই হোক না কেনো- কালো, খাটো, নাক বোঁচা? এই নিয়ে কখনও চোখে চোখ রেখে প্রশ্ন করবে না অন্তত!’

কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিশা। ২০ এপ্রিল শেয়ার করা পোস্টে তিশা তুলে ধরেছেন নিজের অভিব্যক্তি।

তিশা লিখেছেন, ‘সৌন্দর্য সারা জীবন থাকে না মানুষের! প্রিয় মানুষটার মনটাকে ভালোবাসে সবসময় তার মায়াতে আচ্ছন্ন হয়ে। একটা মেয়ে যখন পরিবার-বন্ধুবান্ধব সব রেখে চলে যায় নতুন এক পরিবেশে। তখন সে ভিতরে ভিতরে খুব একাকিত্ব অনুভব করে কাউকে কিছু বলতে পারে না! ঠিক তখন যদি প্রিয় মানুষটা মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায়, সাপোর্ট দেয়, তখন মনে হয় কষ্ট বলতে কিছু নেই দিন শেষে।’
স্ট্যাটাসে তিশা আরও লেখেন, ‘একটা সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্বশীল পুরুষ মানুষ বেশি দামি। কারণ টাকা আর সৌন্দর্য দিয়ে তো অন্তত পক্ষে সুখ পাওয়া যায় না! আপনি যখন ফুটপাত দিয়ে হেঁটে চলেন মানুষটা আপনাকে বাম দিকে রাখে কোনো জানেন? পিছনের শো শো করে আসা গাড়িগুলো যেন এসে আপনাকে আঘাত না করতে পারে।’

প্রিয় মানুষটা আপনাকে বেশি ভালোবেসে হারানোর ভয় করে উল্লেখ করে নুসরাত ইমরোজ তিশা লেখেন, ‘আপনার সেই প্রিয় মানুষটা জানে সে একটু ভালোবাসলে, আপনি তাকে কয়েকগুণ বেশি ভালোবাসা ফেরত দেবেন। কিছু মানুষ ভালোবাসার কাঙাল হয় তারা বেশি কিছু চায় না। শুধু চায় সে তার মতো করে বুঝুক, জানুক। দুজনের মনমানসিকতা এক রকম হলে আর কী লাগে!’
লম্বা স্ট্যাটাসের শেষে জনপ্রিয় এ অভিনেত্রী লিখেছেন, ‘সবাই সুন্দর মানুষ খুঁজে না সব সময়। কিছু মানুষ তো চায় বৃদ্ধ বয়সে পায়ে পা মিলিয়ে ঘুরতে যাবে ওই দূর পাহাড়ে হেঁটে যাবে এক অজানা পথ ধরে! জানি বৃদ্ধ বয়সে মুখের দিকে তাকিয়ে হেসে বলা যায় আজও ভালোবাসি প্রথম দিনের থেকে বেশি, অনেক বেশি।’