কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজি মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া (২৩) এবং অপরজন দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের পুরুষ। এ ঘটনায় আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের অপেক্ষায় ছিলেন কয়েকজন নারী ও পুরুষ। হঠাৎ আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই নারী ও এক পুরুষ নিহত হন।
খবর পেয়ে হোমনা থানার উপপরিদর্শক (এসআই) জীবন বিশ্বাস পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।