ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহে পৃথক ঘটনায় সদর উপজেলায় ও শৈলকুপা উপজেলায় ২ কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে সদর উপজেলার আড়মুখী ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। তারা দুইজনই মাঠে কাজ করছিলেন।
নিহতরা হলেন- সদর উপজেলার আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস ও শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামের কৃষক হুরমত শেখ।
স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে সদর উপজেলার আড়মুখী গ্রামের শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অপরদিকে, শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের হুরমত শেখও বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফিরতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, মরদেহ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।