Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলী টানেলে উল্টে গেল যাত্রীবাহী বাস

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে একই পরিবারের নারী-শিশুসহ ৬ জন আহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) বেলা ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শাহাজাদী (২১), রানী আকতার (৩১), মো. ফয়সাল (৪৫), মোহাম্মদ ফারুক (৫৩), মুনতাসির ওমর মিনহাজ (১২) ও সালাউদ্দিন (৩৫)। কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন যে আহত সবাই পতেঙ্গা এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

আহত ব্যক্তিদের মধ্যে শিশু মুনতাসির ওমর মিনহাজ ছাড়া বাকি পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি যাত্রীবাহী বাস পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়। এতে তিন থেকে চারজন আহত হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয়। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, টানেলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, টানেলের ভেতরে একটি বাস উল্টে পড়ে আছে। ওই বাসের অনেক যাত্রীকে চিৎকার ও ছোটাছুটি করছে।

উল্টে যাওয়া বাসের পাশে দাঁড়িয়ে আছে আতঙ্কিত যাত্রীরা এবং আহতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিক বার ফোন দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, কর্ণফুলীর তলদেশে নির্মিত ব্যয়বহুল টানেলটি নিয়মিত মেরামতের কারণে সম্প্রতি যানবাহনের চলাচল সীমিত রাখা হয়েছিল। টানেল চালুর পর বিভিন্ন সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই উচ্চ গতির কারণে বলে সংশ্লিষ্টরা জানান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কর্ণফুলী টানেলে উল্টে গেল যাত্রীবাহী বাস

প্রকাশের সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে একই পরিবারের নারী-শিশুসহ ৬ জন আহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) বেলা ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শাহাজাদী (২১), রানী আকতার (৩১), মো. ফয়সাল (৪৫), মোহাম্মদ ফারুক (৫৩), মুনতাসির ওমর মিনহাজ (১২) ও সালাউদ্দিন (৩৫)। কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন যে আহত সবাই পতেঙ্গা এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

আহত ব্যক্তিদের মধ্যে শিশু মুনতাসির ওমর মিনহাজ ছাড়া বাকি পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি যাত্রীবাহী বাস পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়। এতে তিন থেকে চারজন আহত হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয়। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, টানেলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, টানেলের ভেতরে একটি বাস উল্টে পড়ে আছে। ওই বাসের অনেক যাত্রীকে চিৎকার ও ছোটাছুটি করছে।

উল্টে যাওয়া বাসের পাশে দাঁড়িয়ে আছে আতঙ্কিত যাত্রীরা এবং আহতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিক বার ফোন দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, কর্ণফুলীর তলদেশে নির্মিত ব্যয়বহুল টানেলটি নিয়মিত মেরামতের কারণে সম্প্রতি যানবাহনের চলাচল সীমিত রাখা হয়েছিল। টানেল চালুর পর বিভিন্ন সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই উচ্চ গতির কারণে বলে সংশ্লিষ্টরা জানান।