Dhaka সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ভিডিও ভাইরাল, পুলিশ বলছে গুজব

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টোল প্লাজারের সামনে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে সেতুর টোল প্লাজারের সামনে এ ঘটনা ঘটেছে দাবিতে ভিডিওটি ছড়ানো হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘চার পাশে লোক থাকলেও কেউ কিছু বলছে না। কারণ আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় থাকছে। যেখানে ডাকাতরা স্বাধীন জনগণ বন্দী। বাংলার মানুষ জেগে ওঠো। অন্যায়ের প্রতিবাদ হোক সর্বত্র।’

পুলিশ বলছে, ডাকাতির দাবিতে ছড়ানো ভিডিওটি গুজব। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এখানকার না। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে- রাস্তার মাঝখানে আইল্যান্ড। অথচ যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটারজুড়ে কোনো আইল্যান্ড নেই।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ রুবেল বলেন, যমুনা সেতুতে এলেঙ্গা থেকে সেতুর ওপার সিরাজগঞ্জ পর্যন্ত হাই রেজলুশন ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটি ভুয়া, এখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় আমাদের জিরো টলারেন্স। এ ঘটনা টাঙ্গাইলের নয়। এছাড়া গতকালও গভীর রাত পর্যন্ত মহাসড়ক নজরদারিতে রেখেছিলাম। সেখানে আমাদের অ্যাকটিভ সিসি ক্যামেরা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ভিডিও ভাইরাল, পুলিশ বলছে গুজব

প্রকাশের সময় : ০১:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টোল প্লাজারের সামনে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে সেতুর টোল প্লাজারের সামনে এ ঘটনা ঘটেছে দাবিতে ভিডিওটি ছড়ানো হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘চার পাশে লোক থাকলেও কেউ কিছু বলছে না। কারণ আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় থাকছে। যেখানে ডাকাতরা স্বাধীন জনগণ বন্দী। বাংলার মানুষ জেগে ওঠো। অন্যায়ের প্রতিবাদ হোক সর্বত্র।’

পুলিশ বলছে, ডাকাতির দাবিতে ছড়ানো ভিডিওটি গুজব। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এখানকার না। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে- রাস্তার মাঝখানে আইল্যান্ড। অথচ যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটারজুড়ে কোনো আইল্যান্ড নেই।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ রুবেল বলেন, যমুনা সেতুতে এলেঙ্গা থেকে সেতুর ওপার সিরাজগঞ্জ পর্যন্ত হাই রেজলুশন ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটি ভুয়া, এখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় আমাদের জিরো টলারেন্স। এ ঘটনা টাঙ্গাইলের নয়। এছাড়া গতকালও গভীর রাত পর্যন্ত মহাসড়ক নজরদারিতে রেখেছিলাম। সেখানে আমাদের অ্যাকটিভ সিসি ক্যামেরা রয়েছে।