Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন লাইনচ্যুত, ঢাকা-আখাউড়া রুটে ২ ট্রেনের যাত্রা বাতিল

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ঢাকা-আখাউড়া-ঢাকা পথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেন গত বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির ২টি বগির চাকা লাইন থেকে সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে প্রায় ৫ ঘন্টা সময় লেগে যায়। এর ফলে আখাউড়া-ঢাকা (৩৩নং আপ) ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া (৩৪ নং ডাউন) পথে ২টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এ কারণে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

জানা যায়, ঢাকা থেকে ৩৬নং ডাউন তিতাস কমিউটার ট্রেন আখাউড়ায় আসার পর সান্টিং করা হচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে ট্রেনটির ২টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। আখাউড়া লোকেশেডে দায়িত্বরত কর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করলেও নানা প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক গতিতে উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টা পর সকাল পৌনে ৬টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

আরও জানা যায়, এদিন ভোর ৫টায় আখাউড়া থেকে ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির যাত্রা বাতিল করা হয়। একইসঙ্গে ঢাকা থেকে সাড়ে ৯টায় ছেড়ে আসা ট্রেনের যাত্রাও বাতিল করা হয়। এরপর বেলা সোয়া ১টায় ট্রেনটি ৩৫ নং তিতাস কমিউটার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ট্রেনটি এমন জায়গায় দুর্ঘটনায় পড়ে যেখানে রিলিফ ট্রেন নিয়ে যাওয়ার মতো লাইন ছিল না। যে কারণে বিকল্প পদ্ধতিতে উদ্ধার করতে গিয়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লেগে যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ট্রেন লাইনচ্যুত, ঢাকা-আখাউড়া রুটে ২ ট্রেনের যাত্রা বাতিল

প্রকাশের সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ঢাকা-আখাউড়া-ঢাকা পথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেন গত বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির ২টি বগির চাকা লাইন থেকে সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে প্রায় ৫ ঘন্টা সময় লেগে যায়। এর ফলে আখাউড়া-ঢাকা (৩৩নং আপ) ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া (৩৪ নং ডাউন) পথে ২টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এ কারণে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

জানা যায়, ঢাকা থেকে ৩৬নং ডাউন তিতাস কমিউটার ট্রেন আখাউড়ায় আসার পর সান্টিং করা হচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে ট্রেনটির ২টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। আখাউড়া লোকেশেডে দায়িত্বরত কর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করলেও নানা প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক গতিতে উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টা পর সকাল পৌনে ৬টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

আরও জানা যায়, এদিন ভোর ৫টায় আখাউড়া থেকে ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির যাত্রা বাতিল করা হয়। একইসঙ্গে ঢাকা থেকে সাড়ে ৯টায় ছেড়ে আসা ট্রেনের যাত্রাও বাতিল করা হয়। এরপর বেলা সোয়া ১টায় ট্রেনটি ৩৫ নং তিতাস কমিউটার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ট্রেনটি এমন জায়গায় দুর্ঘটনায় পড়ে যেখানে রিলিফ ট্রেন নিয়ে যাওয়ার মতো লাইন ছিল না। যে কারণে বিকল্প পদ্ধতিতে উদ্ধার করতে গিয়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লেগে যায়।