Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির হলে মাদকদ্রব্যসহ আটক ৪

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহিদুল্লাহ হলে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে। শহীদুল্লাহ্ হলের প্রধান ভবনের ১০৪ নং রুমে তাদের গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে দুজন শহীদুল্লাহ হলের শিক্ষার্থী ও বাকি দুজন ২০১৯-২০ সেশনের আবাসিক শিক্ষার্থী। তারা হলেন- মৃত্তিকা বিজ্ঞান বিভাগের হাসিবুল হাসান শান্ত ও রসায়ন বিভাগের মেহেদী হাসান ফয়সাল।

বাকি দুজনের একজন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের আইন বিভাগ ও স্যার এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী আবদুল্লাহ হোসেন। অন্যজন বহিরাগত হওয়ায় তার পরিচয় জানা যায়নি।

এ ঘটনার বিষয়ে হলের আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ওই রুমে যাই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞেস করা হলে, তারা মাকদ্রব্যের বিষয়টি স্বীকার করেন। ওই কক্ষে মোট চারজন ছিল এবং দুজন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বাকি দুজন বহিরাগত।

এই অধ্যাপক বলেন, পরবর্তীতে আমরা বহিরাগত দুজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিই। প্রক্টর অফিস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হলের দুজন শিক্ষার্থীর বিষয়ে আমরা বসবো এবং উপযুক্ত পদক্ষেপ নেবো।

কার্জন এলাকার সহকারী প্রক্টর ড. এ কে এমন নূর আলম সিদ্দিকী জানান, বহিরাগত দুজন তাদের বন্ধুর কাছে ঘুরতে এসেছিল। পরবর্তীতে প্রক্টর অফিসে নেওয়া হলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাবির হলে মাদকদ্রব্যসহ আটক ৪

প্রকাশের সময় : ০৭:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহিদুল্লাহ হলে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে। শহীদুল্লাহ্ হলের প্রধান ভবনের ১০৪ নং রুমে তাদের গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে দুজন শহীদুল্লাহ হলের শিক্ষার্থী ও বাকি দুজন ২০১৯-২০ সেশনের আবাসিক শিক্ষার্থী। তারা হলেন- মৃত্তিকা বিজ্ঞান বিভাগের হাসিবুল হাসান শান্ত ও রসায়ন বিভাগের মেহেদী হাসান ফয়সাল।

বাকি দুজনের একজন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের আইন বিভাগ ও স্যার এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী আবদুল্লাহ হোসেন। অন্যজন বহিরাগত হওয়ায় তার পরিচয় জানা যায়নি।

এ ঘটনার বিষয়ে হলের আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ওই রুমে যাই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞেস করা হলে, তারা মাকদ্রব্যের বিষয়টি স্বীকার করেন। ওই কক্ষে মোট চারজন ছিল এবং দুজন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বাকি দুজন বহিরাগত।

এই অধ্যাপক বলেন, পরবর্তীতে আমরা বহিরাগত দুজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিই। প্রক্টর অফিস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হলের দুজন শিক্ষার্থীর বিষয়ে আমরা বসবো এবং উপযুক্ত পদক্ষেপ নেবো।

কার্জন এলাকার সহকারী প্রক্টর ড. এ কে এমন নূর আলম সিদ্দিকী জানান, বহিরাগত দুজন তাদের বন্ধুর কাছে ঘুরতে এসেছিল। পরবর্তীতে প্রক্টর অফিসে নেওয়া হলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।