Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজায় ৪৯ ঘটনায় গ্রেপ্তার ১৯ : আইজিপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সারাদেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‎সারাদেশে গত ১ সেপ্টেম্বর থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বিচ্ছিন্ন ঘটনাগুলো কী ধরনের জানতে চাইলে তিনি বলেন, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে।

জায়ামাত কর্মী পরিচয়ে ঘটনানো ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন দলটির সঙ্গে তার কোনো সম্পক্ততা নেই।

‎এ সময় পাবর্ত্যাঞ্চলের অস্থিরতা নিয়ে কথা বলেন আইজিপি। বলেন, পাহাড়ের ঘটনাটি ধর্ষণের ঘটনা দিয়ে শুরু। এক্ষেত্রে স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ তাকেও গ্রেফতার করা হয়েছে, মামলা হয়েছে, তারপরও কেন এটাকে নিয়ে এত বড় ইস্যু বানানো হচ্ছে। কারা করছে আমাদের বোধগম্য নয়।

আইজিপি বলেন, লুট হওয়া ১৩৫০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী, আরসাসহ নানাজনের কাছে গেছে বলে ধারণা আমাদের।

মিথ্যা মামলা, নিরীহ ব্যক্তিকে হয়রানি না করার বিষয়ে সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে-এ কথা জানিয়ে বাহারুল আলম বলেন, কোনো নিরীহ ব্যক্তি যদি হয়রানির শিকার হন তাহলে পুলিশ সুপার বরাবর আবেদন করতে পারবেন। পুলিশ সুপার তদন্তের পর আদালতে প্রতিবেদন দাখিলের মাধ্যমে তাকে দায়মুক্তি দিতে আবেদন করবেন। এ পর্যন্ত ১৩৬ জনকে এভাবে দায়মুক্তি দেয়া হয়েছে। ২৩৬ জনের আবেদন বিবেচনায় আছে। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১৭৬০টি মামলায় লাখ লাখ নিরীহ ব্যক্তির নাম আছে।

গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে, এগুলোর রাজনৈতিক দিক আছে। সব বিবেচনা করে এগোতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, থানায় মামলা না নিয়ে অভিযোগ নেয়ার মাধ্যমে তদন্ত করার নামে কালক্ষেপণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আইজিপি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সময় বিভিন্ন ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ২১ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিদেশে পলাতকদের ব্যাপারে ইন্টারপোলে তথ্য দিয়ে গ্রেফতারের সহযোগিতা চাওয়া হয়েছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানে (টিটিপি) বাংলাদেশ থেকে কারা কারা যোগ দিয়েছে সে ব্যাপারে আমরা এরইপূর্বেও তথ্য নিয়েছি, তথ্য নিচ্ছি বলেও জানান তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে পুলিশের মোট ২ লাখ ৩ হাজার সদস্যের মধ্যে দেড় লাখ সদস্যকে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আমরা পর্যায়ক্রমে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছি। ইতোমধ্যে দুই হাজারের অধিক সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা সারা দেশে ১৩০টি প্রশিক্ষণ কেন্দ্রে অন্যান্যদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের মধ্যে রয়েছে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের কৌশল। নির্বাচনকালীন সময় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দুর্গাপূজায় ৪৯ ঘটনায় গ্রেপ্তার ১৯ : আইজিপি

প্রকাশের সময় : ০১:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

সারাদেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‎সারাদেশে গত ১ সেপ্টেম্বর থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বিচ্ছিন্ন ঘটনাগুলো কী ধরনের জানতে চাইলে তিনি বলেন, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে।

জায়ামাত কর্মী পরিচয়ে ঘটনানো ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন দলটির সঙ্গে তার কোনো সম্পক্ততা নেই।

‎এ সময় পাবর্ত্যাঞ্চলের অস্থিরতা নিয়ে কথা বলেন আইজিপি। বলেন, পাহাড়ের ঘটনাটি ধর্ষণের ঘটনা দিয়ে শুরু। এক্ষেত্রে স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ তাকেও গ্রেফতার করা হয়েছে, মামলা হয়েছে, তারপরও কেন এটাকে নিয়ে এত বড় ইস্যু বানানো হচ্ছে। কারা করছে আমাদের বোধগম্য নয়।

আইজিপি বলেন, লুট হওয়া ১৩৫০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী, আরসাসহ নানাজনের কাছে গেছে বলে ধারণা আমাদের।

মিথ্যা মামলা, নিরীহ ব্যক্তিকে হয়রানি না করার বিষয়ে সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে-এ কথা জানিয়ে বাহারুল আলম বলেন, কোনো নিরীহ ব্যক্তি যদি হয়রানির শিকার হন তাহলে পুলিশ সুপার বরাবর আবেদন করতে পারবেন। পুলিশ সুপার তদন্তের পর আদালতে প্রতিবেদন দাখিলের মাধ্যমে তাকে দায়মুক্তি দিতে আবেদন করবেন। এ পর্যন্ত ১৩৬ জনকে এভাবে দায়মুক্তি দেয়া হয়েছে। ২৩৬ জনের আবেদন বিবেচনায় আছে। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১৭৬০টি মামলায় লাখ লাখ নিরীহ ব্যক্তির নাম আছে।

গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে, এগুলোর রাজনৈতিক দিক আছে। সব বিবেচনা করে এগোতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, থানায় মামলা না নিয়ে অভিযোগ নেয়ার মাধ্যমে তদন্ত করার নামে কালক্ষেপণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আইজিপি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সময় বিভিন্ন ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ২১ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিদেশে পলাতকদের ব্যাপারে ইন্টারপোলে তথ্য দিয়ে গ্রেফতারের সহযোগিতা চাওয়া হয়েছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানে (টিটিপি) বাংলাদেশ থেকে কারা কারা যোগ দিয়েছে সে ব্যাপারে আমরা এরইপূর্বেও তথ্য নিয়েছি, তথ্য নিচ্ছি বলেও জানান তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে পুলিশের মোট ২ লাখ ৩ হাজার সদস্যের মধ্যে দেড় লাখ সদস্যকে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আমরা পর্যায়ক্রমে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছি। ইতোমধ্যে দুই হাজারের অধিক সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা সারা দেশে ১৩০টি প্রশিক্ষণ কেন্দ্রে অন্যান্যদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের মধ্যে রয়েছে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের কৌশল। নির্বাচনকালীন সময় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।