নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরায় পূর্ব থানার জসিম উদ্দীন রোডে সড়ক দুর্ঘটনায় মো. আরমান মির্জা (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরমান উত্তরা আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করেন। তিনি চাঁদপুরের হাজিগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের ম্যানপাওয়ার ব্যবসায়ী আবু সুফিয়ান মির্জার ছেলে। বর্তমানে উত্তরা আজমপুর কাঁচাবাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
নিহতের খালা নাজনীন বেগম জানান, সকালে আরমান মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় জসীমউদ্দীন রোড এলাকায় একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।