নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরে মাদরাসার নামে অর্থ সংগ্রহ করতে যাওয়া তিন খাদেমের মাথার চুল কেটে দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টম্বর) রাতে নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করা হয়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, একইদিন দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে মাদরাসার নামে অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনজন পিটুনির শিকার হন তিন খাদেম। এ সময় ওই ব্যক্তিদের মাথার চুল কেটে দেয়া হয়।
স্থানীয়রা জানায়, সিংড়ার চলনবিল আল-জামিয়া মহিলা মাদরাসার নামে রসিদ দেখিয়ে দোকান ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিলেন ওই তিন ব্যক্তি। এ সময় সন্দেহ হলে এলাকাবাসী তাদের একটি দোকানে আটকে রেখে মাথার চুল কেটে মারধর করেন। পরে তাদের কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা, রসিদ ও একটি ঘড়ি জব্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার চলনবিল আল-জামিয়া মহিলা মাদরাসার জন্য রসিদ দিয়ে অনুদান সংগ্রহ করছিলেন মাদরাসাটির তিন খাদেম আনোয়ার হোসেন (৩০), রফিকুল ইসলাম (৩৬) ও মামুন হোসেন (২৩)। তাদের তিনজনের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা গ্রামে। শনিবার বেলা দুইটার দিকে তারা নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে কয়েকটি বাড়ি ও দোকানে রসিদ দিয়ে মাদরাসার জন্য অনুদান সংগ্রহ করছিলেন। এ সময় গ্রামের কিছু লোক তাদের স্থানীয় একটি দোকানে আটকে রেখে বেদম মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। এ সময় ওই ব্যক্তিরা খাদেমদের কাছ থেকে অনুদানের পাঁচ হাজার টাকা, একটি রসিদ বই ও একটি ঘড়ি কেড়ে নেন। খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তিনজনকে উদ্ধার করে। এ ব্যাপারে শনিবার রাতে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।
ওসি আরও জানান, অভিযোগকারীরা একটি মাদরাসার হয়ে অনুদান সংগ্রহ করছিলেন। এর বিনিময়ে তারা কিছু কমিশন পেতেন। বিষয়টি বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।