Dhaka শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে তার পূর্বের পদে ফিরিয়ে আনা হলো।

এর আগে, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে গত ১৮ আগস্ট মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মানবাধিকার কমিশনে মেরুদণ্ডহীন ভালো মানুষ দরকার নেই : দেবপ্রিয় ভট্টাচার্য

মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল এনসিপি

প্রকাশের সময় : ১২:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে তার পূর্বের পদে ফিরিয়ে আনা হলো।

এর আগে, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে গত ১৮ আগস্ট মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হয়েছিল।