Dhaka বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলী টানেলে ছয় দিন যান চলাচল সীমিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ছয় দিন যান চলাচল সীমিত থাকবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।
টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল এ তথ্য নিশ্চিত করেন।

২০২৩ সালের ২৯ অক্টোবর উদ্বোধনের পর টানেলটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। প্রতিদিন গড়ে প্রায় চার হাজার গাড়ি টানেল ব্যবহার করছে। তবে প্রকল্পের প্রাথমিক সমীক্ষায় ধারণা দেওয়া হয়েছিল, চালুর প্রথম বছর থেকেই প্রতিদিন ২০ হাজারের বেশি গাড়ি চলাচল করবে।

পরে তা কমিয়ে ২০২৪ সালে দিনে গড়ে সাড়ে ১৮ হাজার গাড়ির হিসেব ধরা হয়। কিন্তু চালুর প্রায় দুই বছর হতে চললেও এখনও কোনো দিনই পূর্বাভাসের কাছাকাছি যানবাহন চলাচল হয়নি।

উল্লেখ্য, ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এ টানেলের মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কর্ণফুলী টানেলে ছয় দিন যান চলাচল সীমিত

প্রকাশের সময় : ০৪:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ছয় দিন যান চলাচল সীমিত থাকবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।
টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল এ তথ্য নিশ্চিত করেন।

২০২৩ সালের ২৯ অক্টোবর উদ্বোধনের পর টানেলটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। প্রতিদিন গড়ে প্রায় চার হাজার গাড়ি টানেল ব্যবহার করছে। তবে প্রকল্পের প্রাথমিক সমীক্ষায় ধারণা দেওয়া হয়েছিল, চালুর প্রথম বছর থেকেই প্রতিদিন ২০ হাজারের বেশি গাড়ি চলাচল করবে।

পরে তা কমিয়ে ২০২৪ সালে দিনে গড়ে সাড়ে ১৮ হাজার গাড়ির হিসেব ধরা হয়। কিন্তু চালুর প্রায় দুই বছর হতে চললেও এখনও কোনো দিনই পূর্বাভাসের কাছাকাছি যানবাহন চলাচল হয়নি।

উল্লেখ্য, ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এ টানেলের মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।