Dhaka বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনের হিথ্রোসহ ইউরোপের বিমানবন্দরে সাইবার হামলা, আটক ১

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক : 

লন্ডনের হিথ্রোসহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনায় যুক্তরাজ্যে এক ব্যক্তিকে আটক করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তিকে ওয়েস্ট সাসেক্স থেকে আটক করা হয়।

এনসিএ জানিয়েছে, মার্কিন প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস-এর সফটওয়্যার অবকাঠামোতে সাইবার আক্রমণের তদন্তের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে। চেক-ইন ও লাগেজ ব্যবস্থাপনার সফটওয়্যার অচল হয়ে পড়ায় হিথ্রোসহ ইউরোপের একাধিক বিমানবন্দরে ফ্লাইট সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়। কোথাও কোথাও যাত্রীদের বোর্ডিং প্রক্রিয়া হাতে লিখে সম্পন্ন করতে হয়েছে।

জাতীয় সাইবার ক্রাইম ইউনিটের প্রধান পল ফস্টার বলেন, এই আটক অবশ্যই একটি ইতিবাচক অগ্রগতি। তবে তদন্তের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে।

এদিকে আটককৃত ব্যক্তিকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হিথ্রো বিমানবন্দরের কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ বার্তায় জানানো হয়েছে, সফটওয়্যার সরবরাহকারী কলিন্স অ্যারোস্পেস এখনও তাদের চেক-ইন সিস্টেম চালু করতে সক্ষম হয়নি। গত সোমবার পুনরায় তা চালু করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রতিষ্ঠানটি পুরো সিস্টেম নতুনভাবে গড়ে তুলছে।

মূল কোম্পানি আরটিএক্স কর্পোরেশন জানিয়েছে, এনসিএ-র সহায়তার জন্য তারা কৃতজ্ঞ। তবে কখন সফটওয়্যার পুরোপুরি সচল হবে তার কোনো নির্দিষ্ট সময় তারা জানাতে পারেননি। বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইনগুলোকে অন্তত আরও এক সপ্তাহ বিকল্প ম্যানুয়াল প্রক্রিয়া ব্যবহার করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে, হামলায় র্যানসমওয়্যার ব্যবহৃত হয়েছে। এই ধরনের সফটওয়্যার সাধারণত সার্ভিস প্রদানকারী সংস্থার সিস্টেম অচল করে দেয় এবং তা পূর্বের অবস্থায় ফেরত আনার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে মুক্তিপণ দাবি করা হয়।

সাইবার বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আক্রমণ এখন বড় ধরনের হুমকি। সংঘবদ্ধ সাইবার অপরাধী গোষ্ঠীগুলো প্রতি বছর এভাবে শত শত মিলিয়ন পাউন্ড অর্থ হাতিয়ে নিচ্ছে।

এদিকে শুক্রবার রাতে আক্রমণের বিষয়টি শনাক্ত হওয়ার পর থেকেই ব্রাসেলস, ডাবলিন ও বার্লিনসহ একাধিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্ব শুরু হয়। সপ্তাহান্ত পেরিয়ে গেলেও এখনও তার প্রভাব রয়ে গেছে বলে জানা যায়।

হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ ফ্লাইট সচল থাকলেও যাত্রীদের আগে থেকেই ফ্লাইটের অবস্থা যাচাই করতে বলা হচ্ছে।

বার্লিন বিমানবন্দর জানিয়েছে, চেক-ইন ও বোর্ডিং এখনও হাতে করতে হওয়ায় যাত্রীদের অপেক্ষার সময় বাড়ছে, একইসঙ্গে বিলম্ব ও বাতিলের ঝুঁকিও থাকছে। অন্যদিকে, ব্রাসেলস বিমানবন্দর অনলাইনে চেক-ইন করার অনুরোধ জানিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

লন্ডনের হিথ্রোসহ ইউরোপের বিমানবন্দরে সাইবার হামলা, আটক ১

প্রকাশের সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

লন্ডনের হিথ্রোসহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনায় যুক্তরাজ্যে এক ব্যক্তিকে আটক করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তিকে ওয়েস্ট সাসেক্স থেকে আটক করা হয়।

এনসিএ জানিয়েছে, মার্কিন প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস-এর সফটওয়্যার অবকাঠামোতে সাইবার আক্রমণের তদন্তের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে। চেক-ইন ও লাগেজ ব্যবস্থাপনার সফটওয়্যার অচল হয়ে পড়ায় হিথ্রোসহ ইউরোপের একাধিক বিমানবন্দরে ফ্লাইট সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়। কোথাও কোথাও যাত্রীদের বোর্ডিং প্রক্রিয়া হাতে লিখে সম্পন্ন করতে হয়েছে।

জাতীয় সাইবার ক্রাইম ইউনিটের প্রধান পল ফস্টার বলেন, এই আটক অবশ্যই একটি ইতিবাচক অগ্রগতি। তবে তদন্তের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে।

এদিকে আটককৃত ব্যক্তিকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হিথ্রো বিমানবন্দরের কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ বার্তায় জানানো হয়েছে, সফটওয়্যার সরবরাহকারী কলিন্স অ্যারোস্পেস এখনও তাদের চেক-ইন সিস্টেম চালু করতে সক্ষম হয়নি। গত সোমবার পুনরায় তা চালু করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রতিষ্ঠানটি পুরো সিস্টেম নতুনভাবে গড়ে তুলছে।

মূল কোম্পানি আরটিএক্স কর্পোরেশন জানিয়েছে, এনসিএ-র সহায়তার জন্য তারা কৃতজ্ঞ। তবে কখন সফটওয়্যার পুরোপুরি সচল হবে তার কোনো নির্দিষ্ট সময় তারা জানাতে পারেননি। বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইনগুলোকে অন্তত আরও এক সপ্তাহ বিকল্প ম্যানুয়াল প্রক্রিয়া ব্যবহার করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে, হামলায় র্যানসমওয়্যার ব্যবহৃত হয়েছে। এই ধরনের সফটওয়্যার সাধারণত সার্ভিস প্রদানকারী সংস্থার সিস্টেম অচল করে দেয় এবং তা পূর্বের অবস্থায় ফেরত আনার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে মুক্তিপণ দাবি করা হয়।

সাইবার বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আক্রমণ এখন বড় ধরনের হুমকি। সংঘবদ্ধ সাইবার অপরাধী গোষ্ঠীগুলো প্রতি বছর এভাবে শত শত মিলিয়ন পাউন্ড অর্থ হাতিয়ে নিচ্ছে।

এদিকে শুক্রবার রাতে আক্রমণের বিষয়টি শনাক্ত হওয়ার পর থেকেই ব্রাসেলস, ডাবলিন ও বার্লিনসহ একাধিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্ব শুরু হয়। সপ্তাহান্ত পেরিয়ে গেলেও এখনও তার প্রভাব রয়ে গেছে বলে জানা যায়।

হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ ফ্লাইট সচল থাকলেও যাত্রীদের আগে থেকেই ফ্লাইটের অবস্থা যাচাই করতে বলা হচ্ছে।

বার্লিন বিমানবন্দর জানিয়েছে, চেক-ইন ও বোর্ডিং এখনও হাতে করতে হওয়ায় যাত্রীদের অপেক্ষার সময় বাড়ছে, একইসঙ্গে বিলম্ব ও বাতিলের ঝুঁকিও থাকছে। অন্যদিকে, ব্রাসেলস বিমানবন্দর অনলাইনে চেক-ইন করার অনুরোধ জানিয়েছে।