Dhaka শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজাপুরে পূর্ব ইন্দ্রপাশার বেহাল রাস্তায় বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

ঝালকাঠি জেলা প্রতিনিধি : 

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা (বামনকাঠী) সিদ্দিক মল্লিকের বাড়ি থেকে আঃ বারেক হাওলাদরের বাড়ি পর্যন্ত ইট সোলিং রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের একমাত্র চলাচলের রাস্তা এটি। এছাড়া এলাকার প্রায় শতাধিক ইজিবাইক চালকের জীবিকা নির্বাহের জন্যও এ সড়কের বিকল্প নেই। কিন্তু রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থা কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, আমাদের জীবন ও জীবিকার একমাত্র ভরসা এই রাস্তা। আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি, দ্রুত এ রাস্তাটি পিচ ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা করা হোক।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুলিশ সদর দফতরের ব্যাখ্যা

রাজাপুরে পূর্ব ইন্দ্রপাশার বেহাল রাস্তায় বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

প্রকাশের সময় : ০৩:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ঝালকাঠি জেলা প্রতিনিধি : 

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা (বামনকাঠী) সিদ্দিক মল্লিকের বাড়ি থেকে আঃ বারেক হাওলাদরের বাড়ি পর্যন্ত ইট সোলিং রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের একমাত্র চলাচলের রাস্তা এটি। এছাড়া এলাকার প্রায় শতাধিক ইজিবাইক চালকের জীবিকা নির্বাহের জন্যও এ সড়কের বিকল্প নেই। কিন্তু রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থা কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, আমাদের জীবন ও জীবিকার একমাত্র ভরসা এই রাস্তা। আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি, দ্রুত এ রাস্তাটি পিচ ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা করা হোক।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ।