Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নূর জামানের ছেলে নূর কাদের মোল্লা (৯) এবং তার দাদা শাহাজাহান মোল্লা (৮০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে আসা শিশু নুর কাদের মোল্লা দুপুরে পুকুরে গোসল করতে নামে। সেখান থেকে যখন সে উঠতে পারছিল না, তখন দাদা শাহাজাহান মোল্লা উঠাতে আসলে তিনিও পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা দাদা ও নাতিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল বলেন, পুকুরে ডুবে দাদা-নাতির মৃত্যুর ঘটনায় তাদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাগলবেশে ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী

বাগেরহাটে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নূর জামানের ছেলে নূর কাদের মোল্লা (৯) এবং তার দাদা শাহাজাহান মোল্লা (৮০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে আসা শিশু নুর কাদের মোল্লা দুপুরে পুকুরে গোসল করতে নামে। সেখান থেকে যখন সে উঠতে পারছিল না, তখন দাদা শাহাজাহান মোল্লা উঠাতে আসলে তিনিও পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা দাদা ও নাতিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল বলেন, পুকুরে ডুবে দাদা-নাতির মৃত্যুর ঘটনায় তাদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।