Dhaka বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে হত্যা মামলায় আমু-ব্যারিস্টার সুমনসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক : 

‎জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ সাতজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

অপর আসামিরা হলেন-সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

সিটিটিসির এসআই শাখাওয়াত হোসেন গত ২৮ অগাস্ট তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেন।

সকালে শুনানিতে হাতে হাতকড়া, মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় তাদের আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৫ অগাস্ট যাত্রাবাড়ী থানার সামনে দুপুর সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ হন ৩৫ বছর বয়সী মো. রিয়াজ।

পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১৩ জনকে আসামি করে গত ২২ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। আমু এই মামলার একজন আসামি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যাত্রাবাড়ীতে হত্যা মামলায় আমু-ব্যারিস্টার সুমনসহ গ্রেপ্তার ৭

প্রকাশের সময় : ১২:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

‎জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ সাতজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

অপর আসামিরা হলেন-সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

সিটিটিসির এসআই শাখাওয়াত হোসেন গত ২৮ অগাস্ট তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেন।

সকালে শুনানিতে হাতে হাতকড়া, মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় তাদের আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৫ অগাস্ট যাত্রাবাড়ী থানার সামনে দুপুর সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ হন ৩৫ বছর বয়সী মো. রিয়াজ।

পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১৩ জনকে আসামি করে গত ২২ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। আমু এই মামলার একজন আসামি।