আন্তর্জাতিক ডেস্ক :
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের নিরাপত্তা পরীক্ষা দ্রুত ও সহজ করতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত থ্রিডি স্ক্যানার স্থাপন শুরু করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই স্ক্যানারের মাধ্যমে কয়েক সেকেন্ডেই লাগেজ পরীক্ষা সম্পন্ন হবে। এতে যাত্রীদের আর ল্যাপটপ, সুগন্ধি, পানির বোতল কিংবা অন্যান্য তরল পদার্থ আলাদা করে বের করতে হবে না। প্রকল্পটি ২০২৬ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।
বিশেষ সহায়তা সুবিধা
শ্রবণপ্রতিবন্ধী যাত্রীদের সহায়তায় দুবাই বিমানবন্দরে সবগুলো টার্মিনালে আধুনিক ‘হিয়ারিং লুপ’ প্রযুক্তি স্থাপন করা হয়েছে। ৫২০টিরও বেশি হিয়ারিং লুপ স্থাপন করা হয়েছে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন ডেস্ক, বোর্ডিং গেট এবং তথ্যকেন্দ্রে। যাত্রীদের কোনো অতিরিক্ত ডিভাইস ব্যবহার ছাড়াই এটি কাজ করবে। এ ছাড়া সামনের সারির কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা এসব যাত্রীদের সহায়তা করতে পারেন।
এর আগে, ২০২৪ সালে দুবাই বিমানবন্দরে প্রতিবন্ধী যাত্রীদের জন্য ‘স্ট্রেস রিলিফ এরিয়া’ চালু করা হয়। হুইলচেয়ারবান্ধব এ জায়গায় অটিজম, দৃষ্টিপ্রতিবন্ধকতা ও শ্রবণ সমস্যাযুক্ত যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
বিমান চলাচলের রেকর্ড
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মাঝামাঝি অবস্থান করা আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এক দশক ধরে আন্তর্জাতিক যাত্রী চলাচলের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানকেন্দ্র হিসেবে শীর্ষে রয়েছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে বিমানবন্দরটি ইতিহাসের সবচেয়ে ব্যস্ত সময় পার করেছে। এই সময়ে ৪ কোটি ৬০ লাখ যাত্রী চলাচল করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। ইরান-ইসরাইল যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল ও আকাশপথ বন্ধের মতো বিঘ্ন সত্ত্বেও এই প্রবৃদ্ধি হয়েছে।
২০২৫ সালের প্রথম ছয় মাসে মাসিক গড়ে ৭৭ লাখ যাত্রী চলাচল করেছেন, প্রতিদিনের হিসাবে ২ লাখ ৫৪ হাজার। ২০২৪ সালে বিমানবন্দরটি সর্বকালের সর্বোচ্চ ৯ কোটি ২৩ লাখ যাত্রী পরিবহন করে।
যাত্রী চলাচলে শীর্ষ দেশগুলোর মধ্যে ছিল ভারত, সৌদি আরব ও যুক্তরাজ্য।