Dhaka মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, রংপুর-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

রংপুর জেলা প্রতিনিধি : 
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পীরগাছা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
লাইনচ্যুত হওয়ার কারণে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, নাটোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ঢাকামুখী আন্তঃনগর ট্রেনও চলাচল করতে পারছে না। ফলে রংপুর অঞ্চলসহ উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পর সেখানে উৎসুক জনতা ভিড় করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু হবে।
জনপ্রিয় খবর

আবহাওয়া

পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, রংপুর-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের সময় : ০৩:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
রংপুর জেলা প্রতিনিধি : 
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পীরগাছা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
লাইনচ্যুত হওয়ার কারণে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, নাটোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ঢাকামুখী আন্তঃনগর ট্রেনও চলাচল করতে পারছে না। ফলে রংপুর অঞ্চলসহ উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পর সেখানে উৎসুক জনতা ভিড় করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু হবে।