Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল পোড়ানোর মামলা : ফখরুল-গয়েশ্বর-আব্বাসসহ ৭০ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : 

শাহবাগ থানা এলাকায় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

মামলাটিতে ফখরুল, গয়েশ্বর ও আব্বাস ছাড়াও উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানান। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ পায়নি পুলিশ। এ জন্য ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়। আজ আদালত প্রতিবেদন আমলে গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিরর দিন ধার্য ছিল। জামিন শুনানির আগের দিন ১১ ডিসেম্বর জামিন শুনানি প্রভাবিত করতে, বিচার বিভাগে চাপ প্রয়োগের উদ্দেশ্যে শাহবাগ থানার কদমফুল ক্রসিং, হাইকোর্ট মাজার গেটের পানির পাম্পে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই দিনই মির্জা ফখরুলসহ ৭০ জনকে আসামি করে মামলা করেন শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী। আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাইনি বলে সম্প্রতি শাহবাগ থানা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আজ সেই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দিলেন আদালত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঋণের দায়ে চার মৃত্যু, সেই ঋণ করেই ১২০০ মানুষকে খাওয়াল পরিবার

মোটরসাইকেল পোড়ানোর মামলা : ফখরুল-গয়েশ্বর-আব্বাসসহ ৭০ জনকে অব্যাহতি

প্রকাশের সময় : ০৬:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

শাহবাগ থানা এলাকায় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

মামলাটিতে ফখরুল, গয়েশ্বর ও আব্বাস ছাড়াও উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানান। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ পায়নি পুলিশ। এ জন্য ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়। আজ আদালত প্রতিবেদন আমলে গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিরর দিন ধার্য ছিল। জামিন শুনানির আগের দিন ১১ ডিসেম্বর জামিন শুনানি প্রভাবিত করতে, বিচার বিভাগে চাপ প্রয়োগের উদ্দেশ্যে শাহবাগ থানার কদমফুল ক্রসিং, হাইকোর্ট মাজার গেটের পানির পাম্পে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই দিনই মির্জা ফখরুলসহ ৭০ জনকে আসামি করে মামলা করেন শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী। আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাইনি বলে সম্প্রতি শাহবাগ থানা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আজ সেই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দিলেন আদালত।