Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মো. মজিবর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মজিবর উত্তরা দক্ষিণখানের আজমপুর এলাকার বাসিন্দা আবু সাঈদের ছেলে।

নিহতের শ্যালক সুমন বলেন, সকালে মেয়েকে কলেজে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আমার ভগ্নিপতি। এ সময় কুর্মিটোলা হাসপাতালের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভগ্নিপতি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

প্রকাশের সময় : ০১:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মো. মজিবর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মজিবর উত্তরা দক্ষিণখানের আজমপুর এলাকার বাসিন্দা আবু সাঈদের ছেলে।

নিহতের শ্যালক সুমন বলেন, সকালে মেয়েকে কলেজে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আমার ভগ্নিপতি। এ সময় কুর্মিটোলা হাসপাতালের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভগ্নিপতি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।