Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কেসিসির ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

খুলনা জেলা প্রতিনিধি : 

ড্রেনেজ উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা-সংস্কৃতি ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তা- এসবকে প্রাধান্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরের ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নগর ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বাজেট উন্মোচন করেন। এ বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।

২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৯৮১ কোটি টাকা, কিন্তু নানা কারণে সংশোধিত বাজেট দাঁড়ায় ৬১৮ কোটি টাকায়। অর্জনের হার ছিল ৬২.৯৬ শতাংশ। প্রশাসক জানান, সরকারি বরাদ্দের ঘাটতি ও আর্থিক সংকটের কারণে পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি।

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৫৬ কোটি টাকা এবং ব্যয় ২৭৭ কোটি টাকা। উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৩৩ কোটি টাকা, আর সরকারি অনুদান হিসেবে ধরা হয়েছে ১৩০ কোটি টাকা।

বাজেটে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের চলমান কাজে বরাদ্দ রাখা হয়েছে ২০ কোটি টাকা।

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতি কেনা ও সড়ক পরিষ্কারের জন্য এ অর্থবছরে বরাদ্দ ৫৫ কোটি টাকা। ডেঙ্গু ও স্বাস্থ্যসেবায় মশক নিধন, সচেতনতা কর্মসূচি, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যসেবায় বাড়তি গুরুত্ব দেয়া হয়েছে।

শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন খাত, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন প্রকল্প ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নতুন স্মৃতিসৌধ নির্মাণেও বরাদ্দ রাখা হয়েছে।

জাতীয় এডিপি থেকে এ বছর ৭৫ কোটি টাকা বরাদ্দ থাকবে দুটি প্রকল্পে—ড্রেনেজ উন্নয়ন (২০ কোটি) ও বর্জ্য ব্যবস্থাপনা (৫৫ কোটি)। এছাড়া বিশ্বব্যাংক, এডিবি, ইউনিসেফ, ডব্লিউএইচওসহ দাতা সংস্থার সহায়তায় ১১টি প্রকল্প চলমান, যার মধ্যে স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিযোজনমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, খুলনা সিটি কর্পোরেশনকে কেবল সরকারি বরাদ্দের ওপর নির্ভর করলে চলবে না। নিজস্ব আয় বাড়াতে হবে এবং নগরবাসীরও সহযোগিতা করতে হবে। তিনি সময়মতো পৌরকর পরিশোধ, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বাজেট ঘোষণাকালে আরও উপস্থিত ছিলেন চব্বিশের জুলাই আন্দোলনের শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান ও মাতা নুরুন্নাহার বেগম, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, বাজেট অফিসার মোঃ মনিরুজ্জামান, চীফ প্লানিং অফিসার (চলতি দায়িত্বে) আবির উল জব্বার, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, বাজেট কাম অ্যাকাউন্ট অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রধান রাজস্ব অফিসার রহিমা সুলতানা বুশরা, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, নগর জামায়াতের সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর হোসেন হেলাল, নায়েবে আমির মোঃ নজিবুর রহমান সরদার, বৃহত্তর উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি, শেখ আশরাফ উজ জামান, নারী নেত্রী বেগম রেহেনা আক্তার, জলাই যোদ্ধা সাজিদুল ইসলাম বাপ্পি, জুলাই যোদ্ধা মাহাদী হাসান সীন এবং দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেসিসির ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশের সময় : ০৯:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

খুলনা জেলা প্রতিনিধি : 

ড্রেনেজ উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা-সংস্কৃতি ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তা- এসবকে প্রাধান্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরের ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নগর ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বাজেট উন্মোচন করেন। এ বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।

২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৯৮১ কোটি টাকা, কিন্তু নানা কারণে সংশোধিত বাজেট দাঁড়ায় ৬১৮ কোটি টাকায়। অর্জনের হার ছিল ৬২.৯৬ শতাংশ। প্রশাসক জানান, সরকারি বরাদ্দের ঘাটতি ও আর্থিক সংকটের কারণে পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি।

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৫৬ কোটি টাকা এবং ব্যয় ২৭৭ কোটি টাকা। উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৩৩ কোটি টাকা, আর সরকারি অনুদান হিসেবে ধরা হয়েছে ১৩০ কোটি টাকা।

বাজেটে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের চলমান কাজে বরাদ্দ রাখা হয়েছে ২০ কোটি টাকা।

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতি কেনা ও সড়ক পরিষ্কারের জন্য এ অর্থবছরে বরাদ্দ ৫৫ কোটি টাকা। ডেঙ্গু ও স্বাস্থ্যসেবায় মশক নিধন, সচেতনতা কর্মসূচি, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যসেবায় বাড়তি গুরুত্ব দেয়া হয়েছে।

শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন খাত, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন প্রকল্প ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নতুন স্মৃতিসৌধ নির্মাণেও বরাদ্দ রাখা হয়েছে।

জাতীয় এডিপি থেকে এ বছর ৭৫ কোটি টাকা বরাদ্দ থাকবে দুটি প্রকল্পে—ড্রেনেজ উন্নয়ন (২০ কোটি) ও বর্জ্য ব্যবস্থাপনা (৫৫ কোটি)। এছাড়া বিশ্বব্যাংক, এডিবি, ইউনিসেফ, ডব্লিউএইচওসহ দাতা সংস্থার সহায়তায় ১১টি প্রকল্প চলমান, যার মধ্যে স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিযোজনমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, খুলনা সিটি কর্পোরেশনকে কেবল সরকারি বরাদ্দের ওপর নির্ভর করলে চলবে না। নিজস্ব আয় বাড়াতে হবে এবং নগরবাসীরও সহযোগিতা করতে হবে। তিনি সময়মতো পৌরকর পরিশোধ, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বাজেট ঘোষণাকালে আরও উপস্থিত ছিলেন চব্বিশের জুলাই আন্দোলনের শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান ও মাতা নুরুন্নাহার বেগম, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, বাজেট অফিসার মোঃ মনিরুজ্জামান, চীফ প্লানিং অফিসার (চলতি দায়িত্বে) আবির উল জব্বার, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, বাজেট কাম অ্যাকাউন্ট অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রধান রাজস্ব অফিসার রহিমা সুলতানা বুশরা, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, নগর জামায়াতের সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর হোসেন হেলাল, নায়েবে আমির মোঃ নজিবুর রহমান সরদার, বৃহত্তর উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি, শেখ আশরাফ উজ জামান, নারী নেত্রী বেগম রেহেনা আক্তার, জলাই যোদ্ধা সাজিদুল ইসলাম বাপ্পি, জুলাই যোদ্ধা মাহাদী হাসান সীন এবং দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ।