বিনোদন ডেস্ক :
দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নাম কাজল আগরওয়াল। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রূপালি পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন। শুধু অভিনেত্রী হিসেবে নয় বরং এক সাংস্কৃতিক আইকন হিসেবে।
তামিল, তেলুগু, হিন্দি ভাষা বদলেছে কিন্তু তার অভিনয়ের মাধুর্য রয়ে গিয়েছে অটুট। পর্দায় যেমন মোহময়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার লাখ লাখ অনুরাগী প্রতিদিন প্রতিটি পোস্টে ঢেলে দেন ভালোবাসা, শ্রদ্ধা আর উচ্ছ্বাস।
সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ে কাজল নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তেই তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
প্রার্থনা, উদ্বেগ, এবং ভালোবাসার বার্তায় ভরে যায় কমেন্ট সেকশন। এমন কী কিছু সংবাদমাধ্যমও এই খবরকে যাচাই না করেই প্রচার করতে শুরু করে।
সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যমে স্পষ্ট জানালেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। কাজল লিখেছেন, আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে আছি। সবার কাছে অনুরোধ, এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।
তার ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য শেয়ার করা প্রোমোশনাল পোস্টও এই কথার প্রমাণ। এমন কী জানা গিয়েছে, তিনি সম্প্রতি মালদ্বীপে স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।
২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শোবিজ জগতে অভিষেক ঘটে সিংঘাম নায়িকার। এরপর তেলুগু ব্লকবাস্টার ফিল্ম ‘মাগধীরা’তে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয়ের পর তিনি তারকা খ্যাতি পান। কাজলকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তি প্রাপ্ত ‘সত্যভামা’ সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেন সুমন চিক্কালা।
এদিকে সামনে কাজল অভিনীত ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ: দ্য ইন্ট্রোডাকশন সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।