Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রাক-ট্রেনের সংঘর্ষে ট্রাক মালিক-চালক নিহত 

গাজীপুর জেলা প্রতিনিধি : 
গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় ডাম্প ট্রাকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।
তিনি জানান, মধ্যরাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের দক্ষিণখান এলাকায় পৌঁছায়। এ সময় একটি ড্রাম ট্রাক দক্ষিণখান রেলক্রসিং পার হচ্ছিল। ঠিক ওই সময় রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে ড্রাম ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে ড্রাম ট্রাকের চালক উজ্জ্বল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাকের ভেতরে থাকা ট্রাকের মালিক বাবুল খান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর ট্রেনটি চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয় খবর

আবহাওয়া

অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

গাজীপুরে ট্রাক-ট্রেনের সংঘর্ষে ট্রাক মালিক-চালক নিহত 

প্রকাশের সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুর জেলা প্রতিনিধি : 
গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় ডাম্প ট্রাকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।
তিনি জানান, মধ্যরাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের দক্ষিণখান এলাকায় পৌঁছায়। এ সময় একটি ড্রাম ট্রাক দক্ষিণখান রেলক্রসিং পার হচ্ছিল। ঠিক ওই সময় রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে ড্রাম ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে ড্রাম ট্রাকের চালক উজ্জ্বল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাকের ভেতরে থাকা ট্রাকের মালিক বাবুল খান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর ট্রেনটি চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।