Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুসলমান বন্ধুর জানাজায় এসে কান্না করা সেই সুধীর মারা গেছেন

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

মুসলিম বন্ধুর জানাজায় উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রামের সেই সুধীর বাবু (সুধীর চন্দ্র দাস) আর নেই।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার সময়ে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচোঁ গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।রাতেই গ্রামের বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে সুধীর বাবু দুই ছেলে, পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, দুপুরে বাবা মারা গেছেন। রাতেই অন্ত্যেষ্টিক্রিয়া হবে। বাবা ও আমীর হোসেন চাচা ছোটবেলা থেকেই একসঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। পরে দুজনেই স্থানীয় গুণবতী বাজারের ব্যবসায়ী হন। সময় পেলেই ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। চাচার মৃত্যুতে বাবা ভীষণ কষ্ট পেয়েছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর গুণবতী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মীর হোসেন সওদাগর মারা যান। তার জানাজার নামাজে উপস্থিত হয়ে অঝোরে কাঁদতে থাকেন তার হিন্দু বন্ধু সুধীর বাবু।

বন্ধু হারানোর শোকে বিহ্বল সুধীর বাবুর সেই আবেগঘন মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, জানাজার নামাজ চলাকালীন তিনি পেছনে একটি গাছের গুঁড়িতে বসে চোখের জল ফেলছেন। এই দৃশ্যটি সবার হৃদয় স্পর্শ করে এবং এটি দুই বন্ধুর অকৃত্রিম ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। সেই সুধীর বাবুও তার বন্ধুর পথেই পাড়ি জমালেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নগদে নতুন বিনিয়োগকারী খুঁজতে সপ্তাহ খানেকের মধ্য বিজ্ঞপ্তি : গভর্নর

মুসলমান বন্ধুর জানাজায় এসে কান্না করা সেই সুধীর মারা গেছেন

প্রকাশের সময় : ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

মুসলিম বন্ধুর জানাজায় উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রামের সেই সুধীর বাবু (সুধীর চন্দ্র দাস) আর নেই।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার সময়ে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচোঁ গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।রাতেই গ্রামের বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে সুধীর বাবু দুই ছেলে, পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, দুপুরে বাবা মারা গেছেন। রাতেই অন্ত্যেষ্টিক্রিয়া হবে। বাবা ও আমীর হোসেন চাচা ছোটবেলা থেকেই একসঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। পরে দুজনেই স্থানীয় গুণবতী বাজারের ব্যবসায়ী হন। সময় পেলেই ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। চাচার মৃত্যুতে বাবা ভীষণ কষ্ট পেয়েছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর গুণবতী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মীর হোসেন সওদাগর মারা যান। তার জানাজার নামাজে উপস্থিত হয়ে অঝোরে কাঁদতে থাকেন তার হিন্দু বন্ধু সুধীর বাবু।

বন্ধু হারানোর শোকে বিহ্বল সুধীর বাবুর সেই আবেগঘন মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, জানাজার নামাজ চলাকালীন তিনি পেছনে একটি গাছের গুঁড়িতে বসে চোখের জল ফেলছেন। এই দৃশ্যটি সবার হৃদয় স্পর্শ করে এবং এটি দুই বন্ধুর অকৃত্রিম ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। সেই সুধীর বাবুও তার বন্ধুর পথেই পাড়ি জমালেন।