Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুবদল নেতা মাসুদ হত্যার দায়ে ৬ আসামির যাবজ্জীবন

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইলের কালিয়া উপজেলার দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গুলি করে হত্যার মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবদুর রশীদ মোল্লা এ তথ্য জানান।

দণ্ডিতরা হলেন- কাজল মোল্লা, সেতু মোল্লা, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিটু মোল্লা, লিংকু শেখ এবং তপু খান ওরফে হাচিব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত অপর ১১ জন হলেন- তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা, হাসমত মোল্লা, নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা এবং সম্রাট মোল্লা। এদের মধ্যে প্রথম সাত জনকে ১০ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

অপর চার আসামিকে এক বছর করে কারাদণ্ড, ২০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৫ অগাস্ট সকালে এলাকায় আধিপত্য বিস্তার ও নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের কাজলসহ তার লোকজন গুলি চালিয়ে মাসুদ রানাকে হত্যা করে। এ সময় আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় মাসুদ রানার ভাই ছোট ভাই মামুন শেখ ৬ আগস্ট কালিয়া থানায় ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিল্টন কুমার দেবদাস ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ দাখিল করেন। পরে মামলাটি নড়াইল জেলা থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ পাঠানো হয়। মামলার বিচার চলাকালে আদালত ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

যুবদল নেতা মাসুদ হত্যার দায়ে ৬ আসামির যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইলের কালিয়া উপজেলার দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গুলি করে হত্যার মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবদুর রশীদ মোল্লা এ তথ্য জানান।

দণ্ডিতরা হলেন- কাজল মোল্লা, সেতু মোল্লা, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিটু মোল্লা, লিংকু শেখ এবং তপু খান ওরফে হাচিব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত অপর ১১ জন হলেন- তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা, হাসমত মোল্লা, নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা এবং সম্রাট মোল্লা। এদের মধ্যে প্রথম সাত জনকে ১০ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

অপর চার আসামিকে এক বছর করে কারাদণ্ড, ২০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৫ অগাস্ট সকালে এলাকায় আধিপত্য বিস্তার ও নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের কাজলসহ তার লোকজন গুলি চালিয়ে মাসুদ রানাকে হত্যা করে। এ সময় আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় মাসুদ রানার ভাই ছোট ভাই মামুন শেখ ৬ আগস্ট কালিয়া থানায় ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিল্টন কুমার দেবদাস ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ দাখিল করেন। পরে মামলাটি নড়াইল জেলা থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ পাঠানো হয়। মামলার বিচার চলাকালে আদালত ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।