Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো : ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক : 

এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজন যেকোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে কে কী করেছে বলে দেবো।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সুন্দর পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিক-নির্দেশনায় সবকিছু এগোচ্ছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনাও হয়েছে।

তিনি  বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায় প্রতিহত করার সেই ধারা অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয়তা বজায় রাখতে আমরা সবসময় আপসহীন ছিলাম। যেকোনো অন্যায়ের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা দল মত নির্বিশেষে এক হয়ে সামনের সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০০৭ সালের ঘটনায়ও আমরা তা-ই দেখেছি।

তিনি বলেন, সেই ঘটনা থেকে পাওয়া শিক্ষা আমাদের আবারও শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। এটিকে আমরা প্রাতিষ্ঠানিক অভ্যাসে পরিণত করার চেষ্টা করেছি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু নয়। তারাও আমাদের অংশীজন। ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বসাধারণের বিশ্ববিদ্যালয়। সুতরাং আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই ধারা অব্যাহত রাখব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো : ঢাবি ভিসি

প্রকাশের সময় : ০৩:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজন যেকোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে কে কী করেছে বলে দেবো।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সুন্দর পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিক-নির্দেশনায় সবকিছু এগোচ্ছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনাও হয়েছে।

তিনি  বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায় প্রতিহত করার সেই ধারা অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয়তা বজায় রাখতে আমরা সবসময় আপসহীন ছিলাম। যেকোনো অন্যায়ের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা দল মত নির্বিশেষে এক হয়ে সামনের সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০০৭ সালের ঘটনায়ও আমরা তা-ই দেখেছি।

তিনি বলেন, সেই ঘটনা থেকে পাওয়া শিক্ষা আমাদের আবারও শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। এটিকে আমরা প্রাতিষ্ঠানিক অভ্যাসে পরিণত করার চেষ্টা করেছি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু নয়। তারাও আমাদের অংশীজন। ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বসাধারণের বিশ্ববিদ্যালয়। সুতরাং আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই ধারা অব্যাহত রাখব।