Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মায়ের সঙ্গে মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামগড়ের বাগান টিলা এলাকার মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম ৯০ ও তার মেয়ে রেহানা আক্তার ৪৫। রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং ঘরে মা-মেয়ে দুইজনে থাকতেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে মা মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, বসতবাড়ির ২ টি কক্ষের বিছানায় মা ও মেয়ের মরদেহ পড়ে ছিল। সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে। টিম পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মায়ের সঙ্গে মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামগড়ের বাগান টিলা এলাকার মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম ৯০ ও তার মেয়ে রেহানা আক্তার ৪৫। রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং ঘরে মা-মেয়ে দুইজনে থাকতেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে মা মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, বসতবাড়ির ২ টি কক্ষের বিছানায় মা ও মেয়ের মরদেহ পড়ে ছিল। সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে। টিম পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।