Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙা হাতে ছেলের অভিষেক অনুষ্ঠানে শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউডের কিং খান শাহরুখ আবারও ভক্তদের হৃদয় ছুঁয়েছেন। নিজের আসন্ন ছবি কিং- এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে সম্প্রতি বড় অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। হাতে ব্যান্ডেজ ও আর্ম স্লিং নিয়েই হাজির হলেন পুত্র আরিয়ান খানের নতুন ওয়েব সিরিজের অনুষ্ঠানে।

এদিন শাহরুখ, গৌরী ও আরিয়ান পরেছিলেন কালো রঙের পোশাক। প্রিভিউ লঞ্চে একসঙ্গে হাজির হন এই তিনজন। সম্প্রতি হাতে আঘাতের কারণে ব্যান্ডেজ অবস্থায় দেখা গেছে শাহরুখকে। তবে বেশ হাস্যোজ্বল ছিলেন তিনি। ব্যান্ডেজের ওপর লেখে ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’।

প্রিভিউ লঞ্চের মঞ্চে শাহরুখ গৌরীর দিকে ইঙ্গিত দেন, আরিয়ানকে মঞ্চের আলোয় দাঁড়াতে দিতে হবে। ঠিক তখনই দুজনেই একপাশে সরে দাঁড়ান। বাবা-মাকে পাশে রেখে আরিয়ান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পাশে দাঁড়িয়ে সন্তানের সাফল্য উপভোগ করেন শাহরুখ-গৌরী। ওই অনুষ্ঠানে সিরিজের বাকি অভিনয় শিল্পীদের সঙ্গে পরিচয় করে দেন বলিউড বাদশা।

সেখানে দাঁড়িয়েই একদিকে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন, অন্যদিকে আবেগভরা কণ্ঠে ছেলেকে দর্শকের ভালোবাসা দেওয়ার অনুরোধ করলেন তিনি।

শাহরুখ বলেন, ‘একটু বড় অস্ত্রোপচারই হয়েছে। পুরোপুরি সেরে উঠতে এক–দুই মাস সময় লাগবে।’ এ সময় রসিকতা করতেও ভোলেননি বাদশা। বললেন, ‘এমনিতে তো আমি অনেক কাজই এক হাতে করি-খাওয়া, দাঁত মাজা, এমনকি চুলকোনোও। তবে সমস্যাটা হচ্ছে, ভক্তদের সামনে সেই চেনা ভঙ্গিতে দুই হাত মেলে ধরতে পারছি না।’ তাঁর এই মন্তব্যে হাসিতে মেতে ওঠে অনুষ্ঠানস্থল।

তবে এদিনের আসল আবেগ ধরা দেয় সন্তানের প্রসঙ্গে। দর্শকের উদ্দেশে শাহরুখ বলেন, ‘আমাকে যেমন ভালোবেসেছেন, আমার পুত্রকেও তেমন ভালোবাসবেন। আজ ওর জীবনের বিশেষ দিন। এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে ওর প্রথম পদক্ষেপ। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার ভাগটা ওকেও দেবেন, দয়া করে।’

এই মঞ্চেই শাহরুখ আরেকটি মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। বয়স এখন ৬০ ছুঁইছুঁই, তাই নায়ক মনে করেন—এক সময় হয়তো তাঁকে আর সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হবে না। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘ও (আরিয়ান) হলো আমার ভবিষ্যতের আস্থা। যখন বড় পরিচালকেরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।’

ছেলের অভিষেক প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, ‘আরিয়ান তার গল্পকে যেভাবে সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে, সেটি গর্বের ব্যাপার। এই গল্পে যেমন তীক্ষ্ণতা আছে, তেমনি আত্মসচেতনতা। আমি বিশ্বাস করি, দর্শকেরা এর ভেতরের আবেগের সঙ্গে যেমন যুক্ত হবেন, তেমনি উপভোগ করবেন এর স্টাইলও।’

উল্লেখ্য, আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজের ঝলক ইতিমধ্যেই দর্শকের দৃষ্টি কেড়েছে। সিরিজটির প্রযোজনা করেছেন গৌরী খান। তাই বাবা-মা ও ছেলের একসঙ্গে মঞ্চে উপস্থিতি দর্শকদের জন্য হয়ে ওঠে বিশেষ এক মুহূর্ত।

সম্প্রতি জওয়ান ছবির জন্য জাতীয় সম্মান পেয়েছেন শাহরুখ। তবে স্বাস্থ্যগত কারণে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। বাড়ি থেকে ভিডিও বার্তার মাধ্যমে কৃতজ্ঞতা জানান। এর মধ্যেই নতুন ছবি কিং–এর কাজ চলছে তাঁর হাতে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

ভাঙা হাতে ছেলের অভিষেক অনুষ্ঠানে শাহরুখ

প্রকাশের সময় : ০৩:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক : 

বলিউডের কিং খান শাহরুখ আবারও ভক্তদের হৃদয় ছুঁয়েছেন। নিজের আসন্ন ছবি কিং- এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে সম্প্রতি বড় অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। হাতে ব্যান্ডেজ ও আর্ম স্লিং নিয়েই হাজির হলেন পুত্র আরিয়ান খানের নতুন ওয়েব সিরিজের অনুষ্ঠানে।

এদিন শাহরুখ, গৌরী ও আরিয়ান পরেছিলেন কালো রঙের পোশাক। প্রিভিউ লঞ্চে একসঙ্গে হাজির হন এই তিনজন। সম্প্রতি হাতে আঘাতের কারণে ব্যান্ডেজ অবস্থায় দেখা গেছে শাহরুখকে। তবে বেশ হাস্যোজ্বল ছিলেন তিনি। ব্যান্ডেজের ওপর লেখে ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’।

প্রিভিউ লঞ্চের মঞ্চে শাহরুখ গৌরীর দিকে ইঙ্গিত দেন, আরিয়ানকে মঞ্চের আলোয় দাঁড়াতে দিতে হবে। ঠিক তখনই দুজনেই একপাশে সরে দাঁড়ান। বাবা-মাকে পাশে রেখে আরিয়ান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পাশে দাঁড়িয়ে সন্তানের সাফল্য উপভোগ করেন শাহরুখ-গৌরী। ওই অনুষ্ঠানে সিরিজের বাকি অভিনয় শিল্পীদের সঙ্গে পরিচয় করে দেন বলিউড বাদশা।

সেখানে দাঁড়িয়েই একদিকে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন, অন্যদিকে আবেগভরা কণ্ঠে ছেলেকে দর্শকের ভালোবাসা দেওয়ার অনুরোধ করলেন তিনি।

শাহরুখ বলেন, ‘একটু বড় অস্ত্রোপচারই হয়েছে। পুরোপুরি সেরে উঠতে এক–দুই মাস সময় লাগবে।’ এ সময় রসিকতা করতেও ভোলেননি বাদশা। বললেন, ‘এমনিতে তো আমি অনেক কাজই এক হাতে করি-খাওয়া, দাঁত মাজা, এমনকি চুলকোনোও। তবে সমস্যাটা হচ্ছে, ভক্তদের সামনে সেই চেনা ভঙ্গিতে দুই হাত মেলে ধরতে পারছি না।’ তাঁর এই মন্তব্যে হাসিতে মেতে ওঠে অনুষ্ঠানস্থল।

তবে এদিনের আসল আবেগ ধরা দেয় সন্তানের প্রসঙ্গে। দর্শকের উদ্দেশে শাহরুখ বলেন, ‘আমাকে যেমন ভালোবেসেছেন, আমার পুত্রকেও তেমন ভালোবাসবেন। আজ ওর জীবনের বিশেষ দিন। এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে ওর প্রথম পদক্ষেপ। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার ভাগটা ওকেও দেবেন, দয়া করে।’

এই মঞ্চেই শাহরুখ আরেকটি মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। বয়স এখন ৬০ ছুঁইছুঁই, তাই নায়ক মনে করেন—এক সময় হয়তো তাঁকে আর সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হবে না। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘ও (আরিয়ান) হলো আমার ভবিষ্যতের আস্থা। যখন বড় পরিচালকেরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।’

ছেলের অভিষেক প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, ‘আরিয়ান তার গল্পকে যেভাবে সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে, সেটি গর্বের ব্যাপার। এই গল্পে যেমন তীক্ষ্ণতা আছে, তেমনি আত্মসচেতনতা। আমি বিশ্বাস করি, দর্শকেরা এর ভেতরের আবেগের সঙ্গে যেমন যুক্ত হবেন, তেমনি উপভোগ করবেন এর স্টাইলও।’

উল্লেখ্য, আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজের ঝলক ইতিমধ্যেই দর্শকের দৃষ্টি কেড়েছে। সিরিজটির প্রযোজনা করেছেন গৌরী খান। তাই বাবা-মা ও ছেলের একসঙ্গে মঞ্চে উপস্থিতি দর্শকদের জন্য হয়ে ওঠে বিশেষ এক মুহূর্ত।

সম্প্রতি জওয়ান ছবির জন্য জাতীয় সম্মান পেয়েছেন শাহরুখ। তবে স্বাস্থ্যগত কারণে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। বাড়ি থেকে ভিডিও বার্তার মাধ্যমে কৃতজ্ঞতা জানান। এর মধ্যেই নতুন ছবি কিং–এর কাজ চলছে তাঁর হাতে।