Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৮৭ দশমিক ৫০ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণ উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিমানবন্দরে তিনটি পৃথক ঘটনায় যথাক্রমে ২৯৩ দশমিক ৫০ গ্রাম, ৩৯৫ গ্রাম ও ১৯৯ গ্রাম স্বর্ণ জব্দসহ মোট তিনজনকে আটক করা হয়।

জানা গেছে, সকালে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্বরে তল্লাশির সময় মো. সালেহ ফয়সাল (২৭) নামে এক যাত্রীকে আটক করে আর্মড পুলিশ। তার কাছ থেকে ২৯৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার ৫০ টাকা।

দুপুরে বিমানবন্দরের ২ নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকায় তল্লাশির সময় মনিরুল ইসলাম (৩৪) নামের আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া সকালে একই টার্মিনালে তল্লাশির সময় মাসুম রানা (৩২) নামে আরেকজনকে আটক করে আর্মড পুলিশ। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দরস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করছিল।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট আর্মড পুলিশ সব সময় কঠোর নজরদারিতে কাজ করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

প্রকাশের সময় : ১১:২৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৮৭ দশমিক ৫০ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণ উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিমানবন্দরে তিনটি পৃথক ঘটনায় যথাক্রমে ২৯৩ দশমিক ৫০ গ্রাম, ৩৯৫ গ্রাম ও ১৯৯ গ্রাম স্বর্ণ জব্দসহ মোট তিনজনকে আটক করা হয়।

জানা গেছে, সকালে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্বরে তল্লাশির সময় মো. সালেহ ফয়সাল (২৭) নামে এক যাত্রীকে আটক করে আর্মড পুলিশ। তার কাছ থেকে ২৯৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার ৫০ টাকা।

দুপুরে বিমানবন্দরের ২ নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকায় তল্লাশির সময় মনিরুল ইসলাম (৩৪) নামের আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া সকালে একই টার্মিনালে তল্লাশির সময় মাসুম রানা (৩২) নামে আরেকজনকে আটক করে আর্মড পুলিশ। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দরস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করছিল।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট আর্মড পুলিশ সব সময় কঠোর নজরদারিতে কাজ করছে।