পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ১০ জন যাত্রী আহত হয়।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বাউফল সদর ইউনিয়নের আফসেরের গেরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
যাত্রীরা জানিয়েছেন, চেয়ারম্যান পরিবহনটি ১১জন যাত্রী নিয়ে বাউফল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি উপজেলার আফছেরের গ্রেজ এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
যাত্রীদের অভিযোগ, বাউফল-বগা সড়কটি অপক্ষোকৃত সরু। এরপরেও গাড়ির চালকরা বেপরোয়াভাবে চলাচল করে। বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা।
চালকদের নিয়ন্ত্রণে সংশিষ্ট প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।